ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়লো


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 10-04-2023

ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়লো

ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে দেয়া হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য দেয়া হয়। এতে যুক্তি দেখানো হয়, যদি এবার ২৯টি রোজা হয় সেক্ষেত্রে শুক্র,শনি ও রবিবার এ তিনদিন ছুটি। এরমধ্যে দুদিনই সাপ্তাহিক ছুটি। ফলে এ তিনদিনের আগের দিকে তাকালে দেখা যাবে বুধবার (১৯ এপ্রিল) শবে কদরের ছুটি।


তাহলে অফিস খোলা শুধু বৃহস্পতিবার (২০ এপ্রিল)। মন্ত্রী পরিষদ সার্বিক বিষয় চিন্তা করে ওই ২০ এপ্রিল বৃহস্পতিবারকে ছুটি হিসেবে ঘোষনা দিয়েছে। এতে করে বুধবার থেকে ছুটি শুরু তা চলবে রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত। সোমবার (২৪ এপ্রিল) থেকে যথারীতি অফিস চালু হবে। এতে করে ছুটি হয়ে যাবে টানা ৫ দিন। আর যদি রোজা ৩০টা হয়, তাহলে ছুটি ৬ দিনে যেয়ে ঠেকবে। 

সব মিলিয়ে শবে কদর থেকেই মানুষ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হতে পারবেন। এর সুফলও দেখা হয়েছে। মানুষজন সহজেই সময় নিয়ে বাড়ীর পথে রওয়ানা হতে পারবেন। যানজট, বা রাস্তায় জ্যামটা কম লাগবে। সবার জন্য ঈদ যাত্রা সহজ হয়ে যাবে।  



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)