ডা. জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 12-04-2023

ডা. জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকাল

ডা. জাফরুল্লাহ চৌধুরী আর বেচে নেই। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে নিজের প্রতিষ্ঠা করা গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


তার বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন যাবৎই তিনি অসুস্থ্য। চলতে হুইল চেয়ারে। সর্বশেষ তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে সর্বশেষ তিনি ছিলেন লাইফ সাপোর্টে। সেখান থেকে তিনি আর ফিরতে পারেননি। তবে এর আগে তাকে বিদেশে চিকিৎসা নেয়ার জন্য বহুবার অনুরোধ করা হলেও তিনি দেশের বাইরে চিকিৎসা নেয়ার ব্যাপারে সাফ ‘না’ করে দেন।


ফলে দেশেই নিজ হাসপাতালেই চলে তার চিকিৎসা। দীর্ঘ দিন তিনি নানান জটিল রোগে ভুগছিলেন। এর মধ্যে রয়েছে কিডনি ও বার্ধক্যজনিত রোগ। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)