কবি আবদুস শহীদের ইন্তেকাল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 12-04-2023

কবি আবদুস শহীদের ইন্তেকাল

কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, লেখক, কবি আবদুস শহীদ গত ৮ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে নিউইয়র্কের লং আইল্যান্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি .. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবদুস শহীদ লিভারের অসুখে দীর্ঘদিন থেকে ভুগছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন। গত দুই সপ্তাহ থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। ৯ এপ্রিল বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে নামাজে জানাজা শেষে  ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম করবস্থানে তাকে সামাহিত করা হয়।

উল্লেখ্য, সুনামগঞ্জের ছাতক উপজেলায় জন্ম নেয়া আবদুস শহীদ স্বাধীনতা পরবর্তী তৎকালীন মহকুমা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ছিলেন। প্রায় তিন দশকের প্রবাস জীবনে তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা-ে জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্র সুনামগঞ্জ জিলা সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি এবং উপদেষ্টা আবদুস শহীদ নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন মিডিয়ায় নিয়মিত লিখতেন। নিউইয়র্কের জনসমাজের কাছে একজন বিনয়ী এবং আত্মপ্রচার বিমুখ মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন।

 তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতি সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন  শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)