অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স এর কেন্দ্রীয় গবেষণা ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 22-04-2022

অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স এর কেন্দ্রীয় গবেষণা ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড

ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের মাঝেই বড় ক্ষতির সম্মুখীন পুতিনের দেশ রাশিয়া। তাদের অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স এর কেন্দ্রীয় গবেষণা ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে তাস।

সূত্রটি জানায়, এ মুহূর্তে আমরা সাত জনের মৃত্যুর কথা জানাচ্ছি, তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। একই সূত্র আগে জানিয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন। জরুরী পরিষেবা তথ্য উল্লেখ করে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আগুন প্রায়  বড় একটা বর্গ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগে ।

উল্লেখ্য ৩ বছর আগেও গবেষণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ২০০৯ সালের ৬ মার্চ অগ্নিকাণ্ডের সূত্রপাত ছিল শর্টসার্কিট থেকে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)