খোঁজ নেই


দলিলুর রহমান , আপডেট করা হয়েছে : 22-04-2022

খোঁজ নেই

সে তো নেই খুঁজে লাভ নেই

পাবে না কোথাও

খবরে নেই, টেলিফোনে নেই, বাড়িতে নেই

দেখেছিলাম একবার অনুতাপে সদাসন্ত্রস্ত

তিলে তিলে নিজেকে করেছে ধ্বংস

উত্কট চিত্কার শুনেছিলাম একবার

ঝড়ো বাতাসে সেই যে ভোরে কোথায় গেল

কোনো প্রাসাদকুক্কুটির অদৃশ্য সুতার টানে

নিজেকে দিলো বুঝি নিেেপ নরক কুণ্ডে

সংকল্প ছিল সোনা হবে সৃষ্টির আলিঙ্গনে

খাঁটি সোনা হয়ে বেঁচে থাকবে চিরকাল।


কি হলো তার এ জটিল অসহায় ধরায়

কোন মূঢ়তায় অচিন্তনীয় ভুলের পাপে পিষ্ট হলো 

কোন গন্ধগোকুলিনির পাথরে আত্মার নিষ্পেষণে

এখন কিছু নেই সম্মুখে তার

সদা ডাকে স্থবির মরণ

ভয়াল স্বপ্ন ডাকে অতল গহ্বরে

উপরে ঝুলছে ফাঁসিকাঠ

বিছানায় বৃশ্চিক কীট

চারদিকে আওয়াজ বাজে

শকুনের সাপের নেউলের

জগতের সব জঞ্জাল ছেড়ে

মনোজগতের কোন গভীর তন্দ্রায়

সে ঘুমিয়ে গেল তাকে

আর জাগানো গেল না।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)