সুফিয়ান আহমদ চৌধুরীর দুটি ছড়া


, আপডেট করা হয়েছে : 22-04-2022

সুফিয়ান আহমদ চৌধুরীর দুটি ছড়া

বাংলা শুভ নববর্ষ


দিকে দিকে হাসি-খুশি

শুভ নববর্ষ

পাখি ডাকে, ফুল ফোটে

কী যে ওই হর্ষ।


নাচ গান মেলা জমে

ফুর্তি কত বয়

খোকা-খুকু ঘোরে মেলা

নেই দুঃখ ভয়।


বাজে বাঁশি কত খুশি

খায় মোয়া সুখে

নববর্ষে ধুমধাম

হাসি মুখে মুখে।


ঢোল বাজে কোলাহল

ছন্দে ছন্দে প্রাণ

ছড়ায় যে হাওয়ায়

ফুলে ফুলে ঘ্রাণ।


আনন্দের বাণ রাঙা

দেশজুড়ে আজ

বাংলা শুভ নববর্ষ

চারদিকে সাজ।


রঙে রঙে ঝকঝকে

দেশ সাজে রাঙা

সবুজের শোভা রূপ

আহা! মন চাঙা।


২. বোশেখ রাঙা দিন


সবুজ ঘাস সবুজ রাঙা

নতুন সাজে দেশ

স্বপ্নটা আঁকে কিষাণ আঁকে

আছে তো গ্রামে বেশ।


আমের বনে আমের মেলা

মধুর কত ঘ্রাণ

অথৈ সুখে ছুটছে খোকা

সুখে যে ভরে প্রাণ।


বৃষ্টির দিনে ঝড়ের দিনে

তালপাখাটা হাতে

অতীত ভুলে দুঃখটা ভুলে

বেশতো সুখে মাতে।


রঙিন লাগে কতই খুশি

পিঠা-পুলি যে খায়

ইলিশ স্বাদ ভীষণ স্বাদ

অথৈ সুখ পায়।


সাজছে বাড়ি নতুন সাজে

বোশেখ রাঙা দিন

পান্তার স্বাদ মজার স্বাদ

ধিন তা ধিনা ধিন।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)