পঙ্কজ ভট্টাচার্য আছেন লাইভ সাপোর্টেই


, আপডেট করা হয়েছে : 23-04-2023

পঙ্কজ ভট্টাচার্য  আছেন লাইভ সাপোর্টেই

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিতসাধীন প্রবীন রাজনীতিক ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যে অবস্থার কোনো উন্নতি হয়নি। লাইভ সাপোর্টেই আছেন। তিনি অধ্যাপক কামরুল হুদার অধীনে চিকিতসাধীন আছেন। 

রোববার সকালে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ জানান, উনার শরীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।গতকাল আইসিইউতে লাইভ সাপোর্টে নেয়ার পর যে অবস্থা ছিলো সেরকমই আছে। অক্সিজেন লেভেলসহ বিভিন্ন প্যারামিটারগুলো উঠানামা করছে।

গত ১৭ এপ্রিল নিউমোরিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন পঙ্কজ ভট্টাচার্য তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল থেকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

হাসপাতালের চিকিতসক ডা. লেলিন চৌধুরী বলেন, ‘‘ গতকাল সকালে উনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে আমরা তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দিচ্ছি।”

এদিকে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক যুক্ত বিবৃতিতে প্রবীন রাজনীতিক পঙ্কজ ভট্টচার্য এর রোগমুক্তি কামনায় দেশকবাসীর আর্শিবাদ ও দোয়া কামনা করেছেন। নেতৃবৃন্দ হাসপাতালে ভিড় না করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।

বামপন্থি আর্দেশে বিশ্বাসী রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যে বয়স ৮৩ বছর। ১৯৩৯ সালের আগস্টে তার জন্ম।  



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)