পঙ্কজ ভট্টাচার্য এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 24-04-2023

পঙ্কজ ভট্টাচার্য এর  মৃত্যুতে  প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্য ন্যাপের সভাপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পঙ্কজ ভট্টাচার্য গতরাত ১২টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।


 বিএনপির শোক

বিএনপি মহাসচিব মির্জা  ফখরুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘‘ আমরা পঙ্কজ বাবুর মৃত্যুতে শোকাহত। আমরা মনে করি যে, তিনি এদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে সমাজ পরিবর্তনের রাজনীতি করেছেন। তিনি সমাজতন্ত্রের বিশ্বাস করতেন এবং ছাত্র জীবন থেকে পরবর্তিকালে ছাত্রত্ব থেকে রাজনৈতিক জীবনে আসেন তখনও তিনি ওই সমাজ পরিবর্তনের জন্য রাজনীতি করেছেন।”

‘‘ আমাদের সঙ্গে তার অনেক রাজনৈতিক মতভেদ থাকতে পারে। কিন্তু ব্যক্তি হিসেবে রাজনীতিক হিসেবে নিসন্দেহে হিসেবে তিনি অত্যন্ত বরণ্যে ব্যক্তিত্ব। আমরা তার পরকালে আত্মার শান্তি লাভ করে আমরা সেটাই কামনা করছি।”

রোববার রাত রাতে ১২টা ২০ মিনিটে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হসপিটা্লে চিকিতসাধীন অবস্থায়

মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)