বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ইন্তেকাল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-04-2023

বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ইন্তেকাল

দীর্ঘ ১১ মাস ১৪দিন কোমায় থাকার পর গত ২৫ এপ্রিল মঙ্গলবার ভোর ৪টায় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুইয়া (৭৬) নিউইয়র্ক সিটির ফ্লাশিং হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। ভোলার সন্তান রুহুল আমিন গত বছরের ১১ মে সকাল সাড়ে ১১টায় কইুন্সের হিলসাইড এভিনিউতে ফাতেমা গ্রোসারির পাশ দিয়ে পথ চলার সময় ছিনতাইকারির ধাক্কায় গুরুতরভাবে আহত হন। সাথে সাথেই তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা শতচেষ্টা করেও ১১ মাস ১৪ দিন পর তার জ্ঞান ফেরাতে পারেনি। 

যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’৭১’ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন ভূঁইয়া জ্যামাইকা হিলসাইডের ৮৭-৩২,১৬৬ স্ট্রীটে স্ত্রী, সন্তানদের নিয়ে বসবাস করতেন। ২৫ এপ্রিল মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। জানাযা শেষে তার কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত করে বীর মুক্তিযোদ্ধারা সর্বশেষ স্যালুট জানান। এ সময় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান। 

২৬ এপ্রিল বুধবার সকালে তার কফিন বাংলাদেশে পাঠানো হবে। সাথে যাবেন তার স্ত্রী ও পুত্র-কন্যারা।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)