সার্কাসের পুতুল


এম ইদ্রিস আলী , আপডেট করা হয়েছে : 22-04-2022

সার্কাসের পুতুল

অমানিশার অন্ধকারে হাত-পা গুটে

বদ্ধ আমি খাঁচায়

ছোট্ট কুয়ার মাঝে ব্যাঙের মতো

কেবা আমায় নাচায়? 

উপার্জিত ধনদৌলত যরে ধন

সবকিছু আজ শেষ

পথের কড়ি হাতড়ে বেড়াই আমি

শূন্যতার আবেশ। 

বাঁচতে চেয়ে হরহামেশা মনের কোণে

এঁকেছি আলপনা

বিশালতার আকাশ মাঝে উড়ছি আমি

ক্ষুদ্র ঈশ্বর কণা। 

সুপ্তমনের গুপ্ত কথা গ্যাস বেলুন হয়ে

বাতাসেতে ওড়ে

মনের অভ্রে জমিয়ে রাখা শিশির বিন্দু

বৃষ্টি হয়ে ঝরে। 

ডুব সাগরেও নিয়ত ধোঁকাবাজি 

না পাই কিনার কুল

আমরা যেন অদৃশ্য এক সুতায় বাঁধা

সার্কাসের পুতুল। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)