মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ কারী মুহাম্মদ খলিলের ইন্তেকাল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 09-05-2023

মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ কারী মুহাম্মদ খলিলের ইন্তেকাল

মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ কারী মুহাম্মদ খলিল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। শায়েখ কারি মুহাম্মদ খলিল ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন এক সময়। গতকাল সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন। 

তিনি মসজিদে নববীতে তারাবি নামাজের ইমামের দায়িত্ব পালন করেছিলেন। গত জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন শায়েখ মুহাম্মদ খলিল। এরপর থেকে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষনে ছিলেন।

শায়খ মুহাম্মদ খলিল ইসলামী জ্ঞানে দিক্ষিত ছিলেন। তিনি ও তার ভাই মাহমুদসহ তার পরিবার থেকে দুজন মসজিদে নববীর ইমাম হওয়ার সৌভাগ্য অর্জন করছেন। তার ভাইও গত বছর ইন্তেকাল করেছেন।

এরপর পাঁচ বছর আগে তার আরেক ভাই আহমদ ইন্তেকাল করেন। তিনিও সৌদি আরবের জনপ্রিয় কারীদের একজন ছিলেন। মসজিদে নববীর এই ইমামের ইন্তেকালে সৌদি আরবসহ বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা শোক প্রকাশ করেছেন। 

শায়েখ কারি মুহাম্মদ খলিল তার সুললিত তেলাওয়াতের কারণে শ্রোতাদের কাছে ব্যাপক সমাদৃত ছিলেন। বাদশা সালমান বিন আব্দুল আজিজ রমজানে মসজিদে নববীতে তারাবি নামাজের ইমাম হিসাবে শায়খ মুহাম্মদ বিন খলিল আল-কারিকে নিয়োগের অনুমোদন দেন। শায়েখ কারী মুহাম্মদ খলিল ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)