শান্তর দ্বায়িত্বপূর্ণ ইনিংসে বাংলাদেশের জয়


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 13-05-2023

শান্তর দ্বায়িত্বপূর্ণ ইনিংসে বাংলাদেশের জয়

বৃষ্টিতে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ। অন্তত সিরিজ রক্ষায়। সে ম্যাচে চমকপ্রদ জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। খেলা ইংল্যান্ডে। তবুও বাংলাদেশকে কিছুটা দুর্বলই ভাবা হচ্ছিল ইংলিশ কন্ডিশনে। যেখানে আইরিশরা নিয়মিত কাউন্টিতে খেলে ধাতস্থ। কিন্তু অভিজ্ঞতায় এগিয়ে থাকা বাংলাদেশকে নীচে নামাতে পারেনি। তিন বল হাতে রেখে তিন উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ চেমসফোর্ডের এ ম্যাচে। 

প্রথম ব্যাটিং করে হ্যারি টেকটরের দুর্দান্ত ১১৩ বলে করা ১৪০ ও ডকরেলের ৪৭ বলের ৭৪ রানের ইনিংস আইরিশকে নিয়ে যায় রান পাহাড়ে। ৪৫ ওভার নির্ধারিত এ ম্যাচে ৩১৯ রান করে তারা ৬ উইকেটে। 

এরপর খেলতে নেমে সুচনায় তামিম ও লিটনকে হারিয়ে সাকিবে ভরসা করলেও সেটা হয়নি। এরপর হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। চমকপ্রদ এক ব্যাটিং করে সেঞ্চুরী পান তিনি। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরী হলেও দলের জন্য খুবই সহায়ক ভুমিকা পালণ করে। শান্ত তিন নাম্বারে নেমে ৯৩ বলে ১১৭ রান করে আউট হওয়ার পর মুশফিক শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌছান। ২৮ বলে ৩৬ রান করা মুশফিক শেষের পরিস্থিতিটা দারুণ সামাল দিয়ে জয় তুলে ঘরে ফেরেন। এর আগে রিদয় করেছিলেন ৬৮ রান। আইসিসি ম্যানস ওয়ার্লকাপ সুপার লীগের এ খেলায় তিন ম্যাচের সিরিজে দুই ম্যাচ শেষে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। পরের ম্যাচটি কাল রোববার। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)