আ স ম আবদুর রব হাসপাতালে


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 13-05-2023

আ স ম আবদুর রব হাসপাতালে

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আবদুর রব হৃদরোগজনিত অসুস্থতা নিয়ে ধানমন্ডির ল্যাব এইডে ভর্তি হয়েছেন।


হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ আ প ম সোহরাবুজ্জমানের তত্ত্বাবধায়নে তিনি চিকিতসাধীন আছেন। শনিবার সকালে ল্যাব এইডে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আসম আবদুর রবের পাশে কিছুক্ষন থাকেন এবং তার চিকিতসার খোঁজ-খবর নেন।


এই সময়ে রবের সহধর্মিনী তানিয়া রব, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।


পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘‘ উনাকে দেখতে এসেছিলাম। চিকিতসকদের নিবিড় পর্যবেক্ষনে তার চিকিতসা করছেন। আজকে উনাকে সিসিইউ থেকে কেবিন আনা হয়েছে।”


‘‘ রব ভাই একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যিনি এদেশে স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছিলেন, স্বাধীনতা সংগ্রামে তিনি কাজ করেছেন এবং তিনি এখনো এই মুহুর্তে এতো বয়স হয়ে যাওয়ার পরেও  এই দেশের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন। আশা করি উনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন এবং গণতন্ত্র মুক্তির যে সংগ্রাম চলছে তাতে তিনি নেতৃত্ব দেবেন।”


এই প্রবীন রাজনীতিকের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল।


শুক্রবার রাতে আসম আবদুর রব উত্তরার বাসা থেকে এই হাসপাতালে ভর্তি হন।


গত বছরের জুন মাসে একবার হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন রব।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)