গ্রিনকার্ড হারানো এবং মঞ্জুরকারীদের জন্য সুখবর


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 17-05-2023

গ্রিনকার্ড হারানো এবং মঞ্জুরকারীদের জন্য সুখবর

গ্রিনকার্ড হারানো এবং মঞ্জুরকারীদের জন্য সুখবর। আগে গ্রিনকার্ড হারিয়ে গেলে আবেদন করে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। আবার অ্যাসাইলাম মঞ্জুর হলে গ্রিনকার্ডের জন্যও একই অবস্থা। আবার অনেকের মিল মিস হতো। ঐ সময় তাদের হাতে বৈধতার কোন কাগজপত্র থাকতো না। বার বার তাদের আইনজীবীর অফিসে দৌড়াতে হতো বা ঘন্টার পর ঘন্টা তাদের স্ট্যাটাস জানার জন্য অপেক্ষা করতে হতো ইমিগ্রেশন অফিসে ফোন করে। কিন্তু এখন আর তাদের চিন্তা নেই। গ্রিনকার্ড না থাকলেও তাদের ইমিগ্রেশন অফিস থেকে একটি চিঠি ই-মেইলে দেয়া হবে। যা তারা স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারবেন।

গ্রিনকার্ড হোল্ডারদের গ্রিনকার্ড হারিয়ে গেলে বা ইমিগ্রেশন বিচারক বা ইমিগ্রেশন আপিল বোর্ড (বিআইএ) কর্তৃক অ্যাসাইলাম মঞ্জুর হওয়ার সাথে সাথে ইমিগ্রেশন ফিল্ড অফিসগুলি এখন থেকে মেইলের মাধ্যমে স্ট্যাটাস প্রমাণের জন্য বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে প্রুফ অফ স্ট্যাটাস ইস্যু করবে। যে ব্যক্তিদের আশ্রয় দেওয়া হয়েছে এবং বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়া হয়েছে তাদের এখন  থেকে তাদের স্ট্যাটাসের প্রমাণের জন্য ইমিগ্রেশনে ফিল্ড অফিসগুলিতে আবেদন করার জন্য করা হয়েছে জানানো হয়েছে।

গ্রিনকার্ড হোল্ডারদের গ্রিনকার্ড হারিয়ে গেলে নতুন কার্ডের আবেদনের পর প্রুফ অফ স্ট্যাটাসের প্রমাণের জন্য নোটিশ অফ রেসিভড লেটার পাওয়ার পর ইমিগ্রেশনে ফিল্ড অফিসগুলিতে আবেদন করে নিতে পারেন এই চিঠি। এই প্রুফ অফ স্ট্যাটাস পাবার পর গ্রিনকার্ডধারীরা প্রুফ অফ স্ট্যাটাস নিয়ে আমেরিকার বাহিরে ভ্রমণ করতে পারবেন। ইউএস কাস্টমস এন্ড ইমিগ্রেশন সার্ভিস থেকে গত ৪ মে এই তথ্য জানানো হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)