আজমতকে পেছনে ফেলে জায়েদা এগিয়ে


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 25-05-2023

আজমতকে পেছনে ফেলে জায়েদা এগিয়ে

গাজীপুরের ভোট গননা চলছে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুসারে স্থানীয় সময় রাত ১২.৪৫ মিনিটেও পূর্ন রেজাল্ট দিতে পারেনি নির্বান কমিশন। ওই সময় পর্যন্ত ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৫০ কেন্দ্রের ফল ঘোষনা দিতে পেরেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৭৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৪১৩ ভোট।ভোট গনন তখনও চলছিল। 

এর আগে গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহন অনুষ্টিত হয়।  এতে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৮জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জনসহ মোট ৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এরমধ্যে ১৫ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফয়সাল আহমেদ সরকার নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৫৭টি ওয়ার্ডের ৪৮০টি ভোট কেন্দ্র তিন হাজার ৪৯৭টি ভোট কক্ষ থাকবে। সর্বশেষ তথ্য অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন এবং মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন এবং হিজড়া ভোটার ১৮ জন। এ নির্বাচনে ৪৮০ জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৪৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬ হাজার ৯৯৪ জন পোলিং অফিসারসহ ১০ হাজার ৯৭১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকবেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচনায় আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান (নৌকা)। ধারনা করা হচ্ছে তার প্রধান প্রতিদ্বন্ধি হবেন সাবেক মেয়র জাহাঙ্গীরের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন (টেবিল ঘড়ি)। যদিও জাহাঙ্গীর তার প্রার্থীতা হারিয়ে তার মা’র প্রচারণায় নেমেছিলেন। বলেছেন, তার অসমাপ্ত কাজ মা নির্বাচিত হলে তার মাধ্যমেই সম্পন্ন করবেন। কিন্তু আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীরকে বহিস্কার করার পর তিনি কিছুটা দমে যান। এ সময় তাকে দুদকেও তলব করে বলে খবর বেড়িয়েছে। তবে জাহাঙ্গীর ঘোষনা করেছেন তিনি ভোটের শেষ মুহুর্ত পর্যন্ত মাঠেই থাকবে। উল্লেখ্য, গাজীপুরে ব্যপক উন্নয়ন করার জন্য জাহাঙ্গীরের জনপ্রিয়তা আকাশচুম্বি। শুধু আওয়ামী লীগ নন অন্যান্য দলের লোকজনও তার উন্নয়নের জন্য তাকে ব্যাপক পছন্দ করছেন। কিন্তু এক বিতর্কিত ঘঠনায় তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই হারিয়েছিলেন মেয়র পদ। 

এছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গাজী আতাউর রহমান (হাতপাখা), জাকের পার্টির মো. রাজু আহমেদ (গোলাপ ফুল), গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ), শাহনুর ইসলাম সরকার (হাতি), হারুন অর রশীদ (ঘোড়া)।

এর আগে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, ২৫ মে বৃহস্পতিবার সকাল থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিকেল  ৪টা পর্যন্ত চলে ওই ভোট গ্রহন।  


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)