বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ : সভাপতি ছানু, সাধারণ সম্পাদক আহমদ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 25-05-2023

বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ : সভাপতি ছানু, সাধারণ সম্পাদক আহমদ

প্রবাসের অন্যতম সংগঠন বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ যুক্তরাষ্ট্রের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২১ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন চাইনিজ রেস্টুরেন্টে প্রধান নির্বাচন কমিশনার ২০২৩-২৫ সালের কমিটি ঘোষণা করেন। ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক ছানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আহমদ (ফয়ছল)। নির্বাচন কমিশনের সদস্য নূরে আলম জিকোর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ আজাদ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ আহমেদ, বিদায়ী সভাপতি আজিমুর রহমান বোরহান, আব্দুর রহিম বাদশা, আব্দুন নূর বড়ভুইয়া, সিলেট জেলা পরিষদের নির্বাচিত সদস্য ইফজাল চৌধুরী প্রমুখ।

নতুন কমিটির নাম ঘোষণার পূর্বে প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে বলেন, আমরা গণতান্ত্রিক উপায়ে এই কমিটি গঠন করেছি। নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। একটি মাত্র প্যানেল মনোনয়নপত্র জমা দেওয়া। সেই মনোনয়নপত্র যাচাই-বাছাই করে অন্য কোনো প্যানেল বা প্রার্থী না থাকায় গত ৯ মে এই প্যানেলকে বিজয়ী ঘোষণা করি। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করছি। বিজয়ী কমিটির সদস্যরা হলেন- সভাপতি মাসুদুল হক ছানু, সহ-সভাপতি (সিলেট) খলিলুর রহমান, সহ-সভাপতি (হবিগঞ্জ) হাসান আলী, সহ-সভাপতি  (মৌলভীবাজার) জাবেদ উদ্দিন, সহ-সভাপতি (সুনামগঞ্জ) জুসেফ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আহমদ ফয়ছল, সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ, কোষাধ্যক্ষ আবুুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এমদাদ রহমান তরফদার, প্রচার ও দপ্তর সম্পাদক চৌধুরী মুমিত তানিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদ আহমেদ ইকবাল, মহিলা সম্পাদিকা হাবিবা বেগম, কার্যকরি সদস্য আজিমুর রহমান বোরহান, আব্দুর রহিম বাদশা, আব্দুন নূর বড়ভূইয়া, মঞ্জুর আহমেদ চৌধুরী, শেখ আতিকুল ইসলাম, আতাউর রহমান সেলিম, দেওয়ান শাহেদ চৌধুরী, মোস্তফা কামাল, হাজি আব্দুর রহমান, নূরে আলম জিকো, মাহবুবুর রহমান চৌধুরী, শ্যামল কান্তি দে, শেখ জামাল হোসেন, জাবেদ আহমেদ এবং শাহীন কামালি।

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ গঠন এবং দাবি-দাওয়া আদায়ের প্রেক্ষাপট তুলে ধরেন। তারা বলেন, আমরা এই সংগঠন গঠন করেছি সিলেটে বৃহত্তর স্বার্থে। আমাদের এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই। আমি বিএনপির আমলে প্রয়াত সাইফুর রহমানের সঙ্গে এবং আওয়ামী লীগের সরকারের আমলেও কাজ করছি। আমরা চাই সিলেটের উন্নয়ন। আব্দুর রহিম বাদশা তার বক্তব্যে কখন কীভাবে দাবি আদায়ে সক্ষম হয়েছেন তা তুলে ধরেন।

নবনির্বাচিত সভাপতি মাসুদুল হক ছানু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আহমেদ তাদের নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমাদের যে গুরু দায়িত্ব দিয়েছেন আপনাদের সবার সহযোগিতায় আমরা তা পালন করবো। তারা আরো বলেন, আগামীতে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের নতুন পরিকল্পনা ঘোষণা করবো।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)