শিক্ষক নাট্যকার লেখক মরহুম ফয়জুল আলম স্মরণে দোয়া ও আলোচনা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 25-05-2023

শিক্ষক নাট্যকার লেখক মরহুম ফয়জুল আলম স্মরণে দোয়া ও আলোচনা

মরহুম ফয়জুল আলমের (আলম স্যার) আদর্শ, নীতি আমাদের প্রাত্যহিক কাজে প্রতিফলন ঘটাতে হবে। তবেই স্যারের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন ও স্মরণ করা হবে। শুধু আলোচনা সভা ও সেমিনারে যেন সীমাবদ্ধ না থাকে। গত ২১ মে ওজনপার্কের মামোছ রেস্টুরেন্ট হলে আয়োজিত বিয়ানীবাজার সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক বিশিষ্ট নাট্যকার, লেখক, ক্রীড়ামোদী মরহুম ফয়জুল আলম (সবার কাছে আলম স্যার বলে  পরিচিত ) স্মরণে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সমিতির সাবেক  সভাপতি আজিজুর রহমান সাবু। অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় স্যারের প্রতি ভালোবাসা ও  শ্রদ্ধার বহিঃপ্রকাশ এবং সম্মান প্রদর্শন করে অনুষ্ঠানের উপস্থাপন করেন স্মরণ  সভা ও দোয়া মাহফিলের সদস্য সচিব আতিকুল হক আহাদ। তাকে সহযোগিতা করেন যুগ্ম সদস্য সচিব ফয়সল আলম। স্মরণ সভায় আলোচকবৃন্দ মরহুম শিক্ষক ফয়জুল আলম স্যারকে একজন আলোকিত সমাজ সংস্কারক ও শিক্ষা প্রসারে অনন্য দৃষ্টান্তের প্রবক্তা হিসাবে উল্লেখ করেন। বক্তব্যে  নীতি-নৈতিকতা শিক্ষা ক্ষেত্রকে  সমৃদ্ধি করার অবদানের কথা বলা উল্লেখ করা হয়। শিক্ষার পাশাপাশি স্যারের খেলাধুলায়  ছিল অসামান্য অবদান। নাটক রচনার ক্ষেত্রে ছিলেন সিদ্ধহস্ত। শিক্ষক হিসাবে মহিমায় উদ্ভাসিত উজ্জ্বল তারকা। মোহাম্মদ মাশরাফির পবিত্র কোরআন তেলওয়াত ও মৌলানা রফিক উদ্দীনের দোয়া পরিচালনার মাধ্যমে সভার কাজ আরম্ভ হয়। স্বাগতিক বক্তেব্য প্রদান করেন সভার সভাপতি আজিজুর রহমান সাবু। স্মরণ সভায় আলোচক ছিলেন বিয়ানীবাজার পিএইচজি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল কালাম, বিশিষ্ট ফুটবল খেলোয়াড় আব্দুল জলিল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আজমল হোসেন কুনু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি বদরুল হোসেন খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, বিয়ানীবাজার সরকারি প্রাইমারি স্কুলের সাবেক শিক্ষক আব্দুস শহিদ, গোলাপ শাহ সমাজকল্যাণ সংস্থা বিয়ানীবাজার উপজেলার বর্তমান প্রেসিডেন্ট রফিক উদ্দীন তোতা, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দীন কপিল, বিয়ানীবাজার সমিতির বর্তমান প্রেসিডেন্ট আব্দুল মান্নান, বিয়ানীবাজার সমিতির বর্তমান সেক্রেটারি নজমুল হক মাহবুব, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আবদীন, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট মিছবাহ আবদীন, মরহুম শিক্ষক আলম সারের অত্যন্ত ঘনিষ্ঠ আব্দুল কাদির, রেজাউল আলম অপু, ইফজাল আহমদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারি মিছবাহ আহমদ, আব্দুল হাছিব, আব্দুল কুদ্দুস টিটো, সোনার বাংলা এক্সপ্রেসের সারওয়ার হোসেন, নজরুল ইসলাম ।

স্মরণসভায় প্রাক্তন ছাত্রদের পক্ষে মরণোত্তর ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট গ্রহণ করেন মরহুমের ছেলে মাসুদ আহমদ। এর আগে ছেলে মাসুদ আহমদ স্মরণ সভার আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ও তার পিতার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন। স্মরণসভায় ‘গুরু ছায়া’ নামে স্মরণিকা প্রকাশ করা হয়। সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার কাজ সমাপ্ত করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)