যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 31-05-2023

যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত

যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত ২৮ মে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এই কমিটি বিলুপ্ত করেন। জানা গেছে, ২০০৬ সালের ২০ জুলাই যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি দেওয়া হয়েছিল জাকির এইচ চৌধুরীকে সভাপতি এবং আবু সাইদ আহমেদকে সাধারণ সম্পাদক করে। এই কমিটি দিয়েছিলেন যুবদলের তৎকালীন সভাপতি বরকত উল্যাহ বুলু এবং মোয়াজ্জেম হোসেন আলাল। দীর্ঘ ১৭ বছর পর এই কমিটি বিলুপ্ত করা হলো। এর মধ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটি চারবার দেওয়া হয়। কিন্তু যুক্তরাষ্ট্র যুবদলের কমিটির কোনো পরিবর্তন হয়নি। এই কমিটি বিলুপ্ত করার যুক্তরাষ্ট্র যুবদলের অনেক নেতাকর্মী কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। দীর্ঘদিন ধরে যুবরাষ্ট্র যুবদলের কমিটি দেওয়ার কথা গুঞ্জন শোনা গেলেও এখন পর্যন্ত কোনো কমিটি দেওয়া হয়নি। উল্টো কমিটি না দিয়েই বর্তমান কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। ইতিমধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুক্তরাষ্ট্র যুবদলের দুই নেতাকে মূল্যায়ন করে একজনকে আন্তর্জাতিক (যুগ্ম সাধারণ সম্পাদকের পদ মর্যাদায়) বিষয়ক সম্পাদক করা হয়েছে। আরেকজনকেসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন যুক্তরাষ্ট্র যুবদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন ইলিয়াস খান। একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি অচিরেই দেওয়া হবে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের ইন্টারভিউ এবং বায়োডাটা নেওয়া হয়েছে। তাদের সঙ্গে বিএনপিসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন যোগাযোগ রক্ষা করে চলেছে। যুক্তরাষ্ট্র যুবদলের নেতাকর্মীদের প্রত্যাশা যুক্তরাষ্ট্র যুবদলের নতুন কমিটি। দলের পরীক্ষিত এবং ত্যাগী নেতাকর্মীদের যেন মূল্যায়ন করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)