প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা হুমকির মুখে -আ স ম রব


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 05-06-2023

প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা হুমকির মুখে -আ স ম রব

মার্কিন প্রেসিডেন্টকে ছয় কংগ্রেসম্যানের লিখিত চিঠির প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন,প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা  হুমকির মুখে। বাংলাদেশের সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দিতে মার্কিন রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়াটাই বাংলাদেশ ও দেশের নিরাপত্তা বাহিনীর  জন্য অসম্মানজনক।


 রব আরও বলেন,কর্তৃত্ববাদী শাসন , সীমাহীন দুর্নীতি,মানবাধিকার লংঘন, দিনের ভোট রাতে এবং গুম-, খুনের যে  পাপ সরকার করেছে, তার কারণেই আজ দেশ প্রেমিকবাহিনীর শান্তি মিশনে অংশগ্রহণ হুমকির মুখে পড়েছে । সরকারের ক্ষমতা ধরে রাখার অপকৌশলের দায়ে দেশ ও প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা বিনষ্ট করা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। সরকারের অপরিণামদর্শীতায় যদি দেশপ্রেমিক বাহিনীর উপর শান্তি মিশনে অংশগ্রহণ বিষয়ে কোনো প্রতকূলতা তৈরি হয় তবে তা হবে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।


নির্বাচনে জালিয়াতি করার অভিযোগ অস্বীকার না করে মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে  সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থাই  হবে দেশ ও দেশপ্রেমিক প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা সুরক্ষার পদক্ষেপ।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)