নিউইয়র্ক স্টেটের লিড এফআই সম্মাননা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 23-04-2022

নিউইয়র্ক স্টেটের লিড এফআই সম্মাননা

নিউইয়র্কে হোম কেয়ার সার্ভিসে অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার। ২০২১ সালে নিউইয়র্ক সিটিতে হোমকেয়ার ব্যবসার ক্ষেত্রে লিড এফ আই (FI) প্রদানের জন্য নিউইয়র্ক Department of Health সকল হোম কেয়ার এজেন্সির কাছ থেকে আবেদন গ্রহণ করেছিল। সে সময় প্রায় ৪০০ হোমকেযার এজেন্সির মধ্য থেকে নিউইয়র্ক স্টেট মাত্র ৬৫টি হোম কেয়ার এজেন্সিকে প্রাথমিকভাবে বাছাই করে। এর ফলে অন্যান্য হোম কেয়ার এজেন্সিগুলোর কাছ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। তারই পরিপ্রেেিত অনেক আলোচনার পর গত ৮ এপ্রিল সিনেটে আইন পাস করা হয় যে, বিগত ১/১/২০২০ থেকে১/৩/২০২০ এর মধ্যে যে সমস্ত হোম কেয়ার এজেন্সিতে ২০০ কায়েন্টের সার্ভিস দেয়া হয়েছে, তাদেরকে লিড এফআই (Lead FI) প্রদান করা হবে। ফলস্বরূপ আরো বেশ কিছু হোম কেয়ার এজেন্সি লিড এফআই হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছে। এেেত্র বাংলাদেশি হোম কেয়ার এজেন্সি বারী হোম কেয়ার অন্যতম।

নিউইয়র্কে হোম কেয়ার সার্ভিসে অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার যা দীর্ঘদিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অম এবং প্রবীণদের হোম কেয়ার সেবা দিয়ে আসছে নিষ্ঠা এবং দতার সাথে। বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল) জানান, প্রায় অর্ধযুগ ধরে হোম কেয়ার সেবা প্রদানে আমাদের পরিশ্রম এবং নিষ্ঠার ফসল আজকের এই অর্জন। নিউইয়র্ক স্টেট কর্তৃক লিড এফআই অর্জনের এই বিরল সম্মান আমাদের গ্রাহকদের ভবিষ্যতে আরো নিবেদিতপ্রাণ সেবা দিতে উদ্বুদ্ধ করবে।

উল্ল্যেখ্য, বারী হোম কেয়ার নিউইয়র্ক স্টেটের আইন মেনে সহজ পদ্ধতিতে মেডিকেড অনুমোদিত সিডিপেপ প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকে এবং হোম কেয়ার সার্ভিস দিয়ে থাকে। বারী হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা দেয়। আপনজনের সেবাকরে ঘরে বসে অর্থ উপার্জনের জন্য একটি বিশ্বস্থ প্রতিষ্ঠান বারী হোম কেয়ার।

এছাড়াও বারী হোম কেয়ার চলমান কেস ট্রান্সফার করে, সর্বোচ্চ ঘণ্টা এবং সর্বোচ্চ আয়ের নিশ্চয়তা প্রদান করে। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজোন পার্ক, লং আইল্যান্ড, বাফেলো সহকারী হোম কেয়ারের সব অফিস কমিউনিটিতে বয়স্ক এবং অমদের সর্বণ সেবা দিয়ে চলেছে। মেডিকেডের আওতাভুক্ত যে কেউ হোম কেয়ার সার্ভিস নিতে পারেন। প্রতিষ্ঠানটি কেয়ার গিভারের চাকরিও প্রদান করে। যোগাযোগ: ৭১৮-৮৯৮-৭১০০, ৭১৮-২৯১-৪১৬৩, ৬৩১-৪২৮-১৯০১।

এদিকে করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটিতে আর্তমানবতার সেবায় অবদান রাখবার জন্য কোভিড-১৯ অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন কমিউনিটির প্রিয়মুখ নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স কাবের প্রেসিডেন্ট, রংপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ও বারী হোম কেয়ার এর সিইও আসেফ বারী (টুটুল)। মহামারী কোভিড-১৯ চলাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা কমিউনিউটির মানুষের পাশে দাঁড়িয়েছেন। সম্মিলিত সাংগঠনিক উদ্যোগ কিংবা ব্যক্তিগতভাবে ছুটে গিয়েছেন সাহায্যপ্রার্থীদের কাছে। তাদের প্রতি সম্মাননা জানাতে ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এই অ্যাওয়ার্ড দেন।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে নিজ অর্থায়নে করোনায় মৃত্যুবরণকারীদের জন্য মৃতদেহ দাফনের ব্যবস্থা, ফ্রি কোভিড টেস্ট, হালাল খাবার সরবরাহ, অর্থ সহায়তা, ফ্রি রক্তদান কর্মসূচি এবং ফ্রি ফু শট প্রদান কর্মসূচি পরিচালনার মাধ্যমে কমিউনিটির মানুষের প্রতি নিঃস্বার্থ সেবার হাত বাড়িয়েছিলেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল )। তিনি জানান, মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রার্থনা করছি সবসময় যেন কমিউনিটির সেবায় ভ‚মিকা রাখতে পারি।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)