১৭ জুন থেকে নন ইমিগ্র্যান্ট ভিসা ফি বৃদ্ধি কার্যকর হবে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 07-06-2023

১৭ জুন থেকে নন ইমিগ্র্যান্ট ভিসা ফি বৃদ্ধি কার্যকর হবে

স্টেট ডিপার্টমেন্টের ন্যাশনাল ভিসা সেন্টার আগামী ১৭ জুন থেকে নন ইমিগ্র্যান্ট ভিসা ফি বৃদ্ধি কার্যকর করবে। ব্যবসা বা পর্যটনের জন্য ভিজিটর ভিসার জন্য নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদন প্রসেসিং ফি বি-১, বি-২ এবং বি সি এস এবং স্টুডেন্ট ভিসা ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসা বা এফ, এম এবং জে- ভিসার ফি ১৬০ ডলার থেকে ১৮৫ ডলার পর্যন্ত বৃদ্ধি পাবে। অস্থায়ী কর্মীদের জন্য যেমন এইচ, এল, ও, পি, কিউ এবং আর এর প্রত্যেক বিভাগের দরখাস্ত ফি ১৯০ ডলার থেকে ২০৫ পর্যন্ত বৃদ্ধি পাবে।

নন-ইমিগ্রেন্ট বিশেষ পেশা ক্যাটাগরির ভিসা ফি যেমন একজন চুক্তিবদ্ধ ব্যবসায়ি, চুক্তিবদ্ধ বিনিয়োগকারী চুক্তির আবেদনকারীর ভিসা ফি ২০৫ ডলার থেকে ৩১৫ ডলার পর্যন্ত বৃদ্ধি পাবে। আগামী ১৭ জুন ২০২৩ এর আগে প্রদত্ত নন-ইমিগ্র্যান্ট ভিসা ফি প্রাপ্তির মেয়াদ শেষ হওয়ার তারিখের মাধ্যমে বৈধ থাকবে। নন-ইমিগ্র্যান্ট ভিসা ফি নন ইমিগ্র্যান ভিসা পরিসেবা প্রদানের প্রকৃত খরচের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। ভিস প্রসেসিং পরিসেবা ফির বর্ধিত অংশ স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন স্টডি পরিচালনা করার পর নির্ধারিত হয়। কনস্যুলার পরিসেবা সব ভিসা পরিসেবা স্টেট ডিপার্টমেন্ট একটি এক্টিভিটি  বেজড কস্টিং পদ্বতি ব্যবহার করে প্রকত খরচের উপর ভিত্তি করে বৃদ্ধি করে। বেশির ভাগ নন পিটিশন ভিত্তিক নন ইমিগ্র্যান্ট ভিস এর জন্য ফি ২০১২ সালে আপডেট করা হয়েছিল। এক্সচেঞ্জ ডিজিটরদের ভিসা ফি ১২০ ডলার যা কোন পরিবর্তন হয়নি। ফি সংকান্ত তথ্য ব্যুরো অব কনস্যুলার অ্যাফেয়ার্স ওয়েব সাইটে পাওয়া যাবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)