রানা প্লাজা ধ্বসে ৯ বছরেও স্বজনদের আহাজারি থামেনি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 24-04-2022

রানা প্লাজা ধ্বসে ৯ বছরেও স্বজনদের আহাজারি থামেনি

সাভারের আলোচিত রানা প্লাজা ধ্বংসের ৯ বছর পূর্ণ হচ্ছে। ২০১৩ সনের ২৪ এপ্রিল বিল্ডিং  ধ্বস ,   এতে ১৩৬ জন শ্রমিক নিহত হয়েছিল। কিন্তু এ নিয়ে এখনও প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে নিহত হওয়াদের পরিবার ও আহতরা।কারন দীর্ঘ এ সময়েও এ ঘটনায় করা হত্যা মামলাল বিচার আগায়নি। যার বিরুদ্ধে মুল অভিযোগ সেই সোহেল রানারও বিচান হয়নি। ক্ষতিপূরণ পায়নি নিহতের পরিবার ও আহতরা। 

শনিবার এ নিয়ে সাভারের রানা প্লাজার সম্মুখে আয়োজন করা হয় মানববন্ধন। এতে শ্রমিক নেতারা ও নিহতের স্বজন ও আহতরাও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করা হয়। 

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ৯ বছর পার হওয়ার পথে। অথচ এ ঘটনার মুল হোতা সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়নি। 

এখন পর্যন্ত হতাহত শ্রমিকদের দেয়া হয়নি ক্ষতিপুনণ। দেয়া হয়নি যথাযত চিকিৎসা। এ জন্য আজও আমাদের সমাবেশ করে দাবী তুলতে হয়। আমরা সংশিলিষ্ট পরিবারের পূর্নবাসন ও ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষনার দাবী   জানাচ্ছি।’ 

এ সময় তিনি আরো বলেন, শুধু রানা প্লাজা কেন, তাজরীন ফ্যাশন অগ্নিকান্ড, স্পেকট্রাম গার্মেন্টস ভবন ধ্বস সহ এ পর্যন্ত দেশের যেসব গার্মেন্টেসে দুর্ঘটনায় মানুষ নিহত আহত হয়েছে তার কারন খুজে বের করে দোষীদের কোনো বিচার হয়নি। 

এছাড়াও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।  





প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)