এটর্নি মঈন চৌধুরীর নেতৃত্বে মেলিন্ডাকে বাংলাদেশি কমিউনিটির সমর্থন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 14-06-2023

এটর্নি মঈন চৌধুরীর নেতৃত্বে মেলিন্ডাকে বাংলাদেশি কমিউনিটির সমর্থন

নিউইয়র্কে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে মেলিন্ডা ক্যাটর্সকে সর্বজনীন সমর্থন দিল বাংলাদেশি কমিউনিটি। আর এ সমর্থনের নেতৃত্ব দেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী। গত ৫ জুন সোমবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিপুল মনুষের উপস্থিতিতে কমিউনিটি নেতৃবৃন্দ মিলিন্ডা ক্যাটর্সকে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে পুনরায় সমর্থন দেয়। সবার সমস্বরে শ্লোগান ছিলো- “ফোর মোর ইয়ার্স ফর মিলিন্ডা”। আগামী ২৭ জুন ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। কুইন্সের সংখ্যাগরিষ্ঠ আমেরিকান রেজিস্টার্ড ভোটার ও সমর্থক হওয়ায় প্রাইমারিতে বিজয়ী প্রার্থীকেই চূড়ান্ত বিজয়ী হিসেবে ধরা হয়। বাংলাদেশি আমেরিকানদের এই অকুন্ঠ সর্মথন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন মিলিন্ডা। তিনি বলেন, গত ২০ বছর ধরে আমি বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করে আসছি। শান্তিপ্রিয় ও পরিশ্রমি কমিউনিটির দেখভালো করার দায়িত্ব ডিস্ট্রক্ট এটর্নির। এ লক্ষ্যে কুইন্সের আইনশৃংখলার উন্নয়ন করতে পরিশ্রম করছি। রাস্তা থেকে শত শত অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যান্য কাউন্টির তুলনায় কুইন্সে ক্রাইম অনেক কম। আমি আবার নির্বাচিত হলে আপনাদের পাশে সবসময় থাকবো। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন এটর্নি মঈন চৌধুরী।

মিলিন্ডাকে সমর্থন করে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, নিউইয়র্ক সিটি মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, কমিউনিটি এক্টিভিস্ট জিল্লুর রহমান জিল্লু, মিডিয়া ব্যক্তিত্ব এ এফ মিসাউজ্জামান, কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, আমিন মেহেদী, অধ্যাপিকা হুসনে আরা, টাইম টিভির সিইও আবু তাহের, মূলধারার রাজনীতিবিদ খোরশেদ খন্দকার, জাকির এইচ চৌধুরী, দিলীপ নাথ, এডভোকেট নাসির উদ্দীন, বাগ’র চেয়ারম্যান জয়নাল আবেদীন, মনিকা রায় চৌধুরী, রোকেয়া আক্তার, সৈয়দ রাব্বি, আনাফ আলম, নুসরাত আলম, মোহাম্মদ উদ্দীন, লুৎফর রহমান লাতু, নুরুল হাসান, শাকিল মিয়া, মিয়া মোঃ দুলাল ও আবুল হোসেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)