বাসায় ফিরছেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 17-06-2023

বাসায় ফিরছেন খালেদা জিয়া

পাঁচ দিন হাসপাতালে চিকিতসা শেষে চিকিতসকদের পরামর্শে বিকালে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় ফিরছেন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান।

 

তিনি বলেন, ‘‘ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ম্যাডাম(বেগম খালেদা জিয়া আজ বিকাল ৫টার দিকে বাসায় যাবেন। মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ছুটি দিলেও বাসায় ম্যাডামের চিকিতসা চলবে।”

 গত ১৩ জুন রাত ‘হঠাত’ অসুস্থ হয়ে পড়লে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিতসাধীন আছেন।

 

৭৮ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। এর দুই মাস আগেও এভারকেয়ার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময়ে পাঁচ দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে।

 ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালেচিকিতসা নিতে হয়েছিল। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিতসকরা।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)