ইউক্রেনে ‘শান্তি’ প্রতিষ্ঠায় সাহায্য করতে ভারত ‘সম্পূর্ণভাবে প্রস্তুত’ - মোদি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 23-06-2023

ইউক্রেনে ‘শান্তি’ প্রতিষ্ঠায় সাহায্য করতে ভারত ‘সম্পূর্ণভাবে প্রস্তুত’ - মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটন সফর চলাকালে বৃহস্পতিবার ইউক্রেনে ‘শান্তি’ প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে রাশিয়ার সাথে নয়াদিল্লির সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে দাঁড়িয়ে মোদি সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেন ঘটনার একেবারে শুরু থেকেই ভারত এ বিরোধের সমাধান, সংলাপ এবং কূটনীতির উপর জোর দিয়ে আসছে।’

তিনি বলেন, ইউক্রেনের ‘শান্তি পুনরুদ্ধারের ব্যাপারে আমরা যে কোন উপায়ে অবদান রাখতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি।’


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)