তখন মনে হয়েছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী


আলমগীর কবির , আপডেট করা হয়েছে : 28-04-2022

তখন মনে হয়েছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী

২৬ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় পুত্র সন্তানের বাবা হয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। ২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে ঘরের বধূ হিসাবে আনার পর ২০২২ সালে এলো প্রথম সন্তান। এদিকে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ‘শান’ ছবিটি। এসব নিয়ে তিনি কথা বলেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সাথে।  

প্রশ্ন: প্রথমবার বাবা হয়েছেন অনুভতি কেমন?

সিয়াম আহমেদ: এই অনুভতি ভাষায় প্রকাশ করা যাবে না। এটা শুধুই উপলব্ধির বিষয়। সন্তানের বাবা হবো এরজন্য প্রস্তুতি ছিল দীর্ঘদিনের কিন্তু আজ (মঙ্গলবার) দুপুর ডক্টর যখন আমার কাছে সন্তানকে দিলো তখন মনে হয়েছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী এবং ধনী মানুষ। সবাই দোয়া করবেন আমার সন্তান এবং তার মায়ের জন্য। 

প্রশ্ন: নবজাতক এবং তার মা কেমন আছে? 

সিয়াম আহমেদ: আল্লাহর রহমতে মা ও সন্তান দু’জনই সুস্থ আছেন। দু’একদিনের মধ্যই তাদের নিয়ে বাসায় ফিরব। ছেলের নাম এখনও চূড়ান্ত করা হয়নি। তবে আমার এবং অবন্তীর সাথে মিলিয়েই নাম রাখার চেষ্টা করব। 

প্রশ্ন: ঈদে আপনার নতুন সিনেমা আসছে। এ নিয়ে আপনার প্রস্তুতি কেমন? 

সিয়াম আহমেদ: ‘শান’ সিনেমার প্রচারণায় মূলত সময়টা বেশি কাটছে। সিনেমাটি আমার জন্য স্পেশাল। আমরা এখন যেভাবে পারছি, মানুষকে জানানোর চেষ্টা করছি যে ‘শান’ নামের একটা সিনেমা মুক্তি পাচ্ছে। আমি নিজে বের হচ্ছি। সাধারণ দর্শকের সঙ্গে কথা বলছি। সোশ্যাল মিডিয়ায় তো নিয়মিত সিনেমার বিভিন্ন প্রমোশন করছিই।


প্রশ্ন : এর আগেও কয়েকবার ‘শান’ মুক্তির ঘোষণা দিয়ে তারিখ পেছানো হয়েছে। এতে কি সিনেমায় নেতিবাচক প্রভাব পড়বে?

সিয়াম আহমেদ: ঘোষণা দিয়েও কেন ছবি সঠিক সময়ে মুক্তি দেওয়া হয়নি তা বোধয় দর্শকরা ভালো করেই জানেন। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত থাকে না। তবে মুক্তির তারিখ পেছালেও নেতিবাচক কোনো প্রভাব পড়েছে বলে মনে হয় না। এখনো কিন্তু আমাদের কাজ দর্শক দেখেননি। আর সিনেমাটি যে বিষয় নিয়ে তৈরি, এমন না যে সেটা এই দুই বছরে পুরোনো হয়ে গেছে। এটা যখন গুরুত্বপূর্ণ ছিল, তখনো এই বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ কোনো কাজ হয়নি। এই দুই বছরেও হয়নি। ভালো দিক যেটা হয়েছে, আমরা পোস্ট প্রোডাকশনের জন্য অনেক বেশি সময় পেয়েছি।

প্রশ্ন: এবার দ্বিতীয় বারের মতো ঈদে আপনার সিনেমা মুক্তি পাচ্ছে। অনুভূতি কেমন?

সিয়াম আহমেদ: ২০১৮ সালের ঈদে ‘পোড়ামন ২’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। আমার প্রথম সিনেমা ছিল সেটি। এবারও অনেক দিন পর হলে সিনেমা মুক্তি পাচ্ছে আমার। একটা অন্য রকম ভালো লাগা কাজ করছে। করোনার জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক সিনেমা আটকে ছিল। এখন সেগুলো আস্তে ধীরে মুক্তি পাচ্ছে।দর্শক থেকে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সবাই যদি একে অন্যের সিনেমা নিয়ে কথা বলি, যেভাবে পারি যেন সাপোর্ট করি। তাহলে হয়তো আমরা ঘুরে দাঁড়াতে পারব।

এটা একটা মৌলিক গল্পের সিনেমা। এটা কোনো ধার করা গল্প না। আমাদের দেশেরই খুবই সেনসিটিভ ইস্যু হিউম্যান ট্রাফিকিং নিয়ে তৈরি করা হয়েছে ‘শান’। এটা একজন ডিরেক্টরের তিন বছরের কষ্টের ফসল। আমার আর পূজার কামব্যাক সিনেমা। পরিবার ও বন্ধু নিয়ে দেখার সিনেমা এটি। ‘শান’ দেখার এমন আরও অনেক কারণ আছে। 

প্রশ্ন : সময় দেয়ার জন্য ধন্যবাদ 

সিয়াম আহমেদ: আপনাকে ধন্যবাদ

সিয়াম আহমেদ: আপনাকেও ধন্যবাদ। দেশ পত্রিকার সকল পাঠকের জন্য অগ্রীম ‘ঈদ মোবারক’।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)