নিউইয়র্ক সিটির বাসে হ্যাপি রমজান


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 28-04-2022

নিউইয়র্ক সিটির বাসে হ্যাপি রমজান

 নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় মুসলিম সম্প্রদায়ের রমজান চলছে। মুসলিম সম্প্রদায় সিয়াম সাধনার মাধ্যমে রাতে দিন অতিবাহিত করছেন। মসজিদগুলোতে চলছে তারাবির নামাজ। সেই সাথে রেস্টুরেন্টগুলোতে চলছে ইফতার মাহফিল এবং ইফতার বিক্রির ধুম। পুরো নিউইয়র্কে যেন রমজানের আমেজ চলছে। মুসলমানদের সম্মান জানিয়ে নিউইয়র্ক সিটির বাসগুলোতে রমজানকে স্বাগত জানিয়ে লেখা রয়েছে হ্যাপি রমজান। নিউইয়র্কে মুসলিম জনগোষ্ঠী বৃদ্ধির সাথে সাথে সিটি কর্তৃপক্ষের নজরে পড়েছে। যে কারণে নিউইয়র্ক সিটির বাস এবং অন্য যানবাহনের শোভা পাচ্ছে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান। সিটির বাসে রমজানকে স্বাগত জানিয়েন স্লোগানগুলো মুসলিম সম্প্রদায়কে উদ্বুদ্ধ করেছে এবং অনেকেই সিটির যানবাহন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)