বেঙ্গল সোসাইটির বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 12-07-2023

বেঙ্গল সোসাইটির বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত

গত ৪ জুলাই বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্কের বার্ষিক বনভোজন লং আইল্যান্ডের বেইথপেজ ইস্ট পার্কের সবুজ পরিবেশে বেঙ্গল সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে বিপুলসংখ্যক সদস্য তাদের নিজ নিজ পরিবার-পরিজনসহ উপস্থিত থেকে অন্তরঙ্গ পরিবেশে আনন্দ উল্লাসে মেতে উঠেন। বনভোজন কমিটির প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় বনভোজনের উদ্বোধন করেন বেঙ্গল সোসাইটির সভাপতি মাহামুদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ, সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, মোশারফ হোসেন, রানা মোহাম্মদ আয়াজ, আজিজ খান, আজিজ চৌধুরী জুটি, দিদারুল আলম, জিয়াউল ফাত্তার রিয়াদ, জয়নাল আবেদিন, বোরাহান খান, ইকবাল হোসেন মিলন, এইচ এম জামিল, আমিরুজামান চৌধুরী, আবুল কাশেম, হাজী আব্দুর রহমান, আবু তাহের, শফি আলম, অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, আবুল কালাম, মান্নান চৌধুরী, মোহাম্মদ হাসেম, তাসের মাহমুদ, রফিক আহমেদ, জসিম চৌধুরীসহ আরো আনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বনভোজনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা রকম খেলাধুলার আয়োজন করা হয়, ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন রকমের খেলাধুলা থেকে শুরু করে, বড়দের মিউজিক্যাল পিলো, দৌড় প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বনভোজনে আগত অতিথিদের সারা দিন বিভিন্নভাবে তরমুজ, আমের চাটনি, ঝালমুড়িসহ বিভিন্ন রকমের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এবারের বনভোজনের বিশেষ আকর্ষণ ছিল বেঙ্গল হোম কেয়ারের স্বত্বাধিকারী এইচ এম জামিলকে বেঙ্গল সোসাইটি সম্মাননা স্মারক প্রদান করে। পরিশেষে আবু তালেব চান্দুর পরিচালনায় বনভোজনে যেসব অতিথিরা র‌্যাফেল ড্র পুরস্কারে সহযোগিতা করেন এবং সপরিবারে উপস্থিত হয়ে বনভোজনকে আনন্দপূর্ণ ও সাফল্যম-িত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর জন্য বক্তব্য প্রদান করেন বেঙ্গল সোসাইটির সভাপতি মাহমুদুর হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ।

সবশেষে সবাই মিলে মিশে আনন্দ ঘন পরিবেশে, বিজয় র‌্যাফেল ড্র পুরস্কার নিয়ে আনন্দ উল্লাসে গানে গানে নিজ নিজ বাড়ির দিকে প্রস্থান করেন। এই বারের বনভোজনে বাংলাদেশের শিল্পী তানভীর আহম্মেদ সজিব গানে গানে সবকে মাতিয়ে রাখেন এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা শিল্পীর গানের তালে তালে নৃত্য পরিবেশ করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)