বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রম স্থগিত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 12-07-2023

বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রম স্থগিত

বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের পক্ষ থেকে এক যুক্ত বিবৃতিতে গত ৮ জুলাই এ তথ্য জানানো হয়। বিবৃততে দুই নেতা বলেন, ‘বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পরিচয়দানকারী মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দা মো. রাব্বি আলমের বিরুদ্ধে সংগঠনের নিয়মশৃঙ্খলা ও ভাবমূর্তিবিরোধী বিভিন্ন কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর গত বছর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আজ অবধি তিনি এর কোনো উত্তর না পাঠানোর কারণে নোটিসে উল্লেখিত শর্ত অনুযায়ী স্বতঃসিদ্ধভাবে সংগঠনের সঙ্গে তার সব ধরনের সম্পর্ক অবলুপ্ত এবং সেই সঙ্গে বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র শাখার কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হলো।’ বঙ্গবন্ধু পরিষদের দুই নেতা বলেন, ‘চার দশকের বেশি সময় ধরে দেশে ও বিদেশে সংগঠনের বিরাজমান পরিচ্ছন্ন ভাবমূর্তি সমুন্নত রাখার স্বার্থে সবাইকে জানাচ্ছি, মো. রাব্বি আলম বর্তমানে কোনোভাবেই বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে যুক্ত নন এবং তার সঙ্গে বঙ্গবন্ধু পরিষদের নামে কোনো রকম আর্থিক লেনদেন বা সংগঠনের প্রতিনিধিত্বমূলক কোনো কর্মকান্ড না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সেই সঙ্গে আরও জানাচ্ছি, তিনি অতীতে ও সম্প্রতি বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের আদালতে যেসব অভিযোগ দায়ের করেছেন বলে পত্রিকান্তরে প্রকাশ, তার কোনোটিতেই তিনি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের কোনো পূর্বানুমতি বা অনুমোদন গ্রহণ করেননি। এগুলো সবই তার নিজস্ব উদ্যোগ। তাই এসব অভিযোগের সঙ্গে বঙ্গবন্ধু পরিষদের কোনো পর্যায়েরই কোনো সম্পর্ক নেই।’

বিবৃতিতে বলা হয়, এখন থেকে বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হিসেবে পরিচয় না দিতে বা অন্য কোনোভাবে বঙ্গবন্ধু পরিষদের প্রতিনিধিত্ব না করতে জনাব মো. রাব্বি আলমকে নির্দেশ ও সতর্ক করা হলো।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)