নির্বাচনে সকলের সহযোগিতা চাইলেন শাহ নেওয়াজ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 28-04-2022

নির্বাচনে সকলের সহযোগিতা চাইলেন শাহ নেওয়াজ

বাংলাদেশী কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ শাহ নেওয়াজ। নানা কারণে তিনি পরিচিত। তিনি একজন সফল ব্যবসায়ী, একজন সফল নেতা, একজন সফল সমাজ সেবক এবং সর্বোপরি একজন সফল মানুষ। ব্যবসা বাণিজ্য নিয়েই থাকতে পারতেন কিন্তু তিনি তা করেননি। কারণ তার মধ্যে সমাজ ও দেশ সেবার যে প্রত্যয়। সেই প্রত্যয় তাকে মানুষ সেবায় নিয়ে এসেছে। প্রবাসে এসে নিজেকে প্রতিষ্ঠিত করার পর থেকেই শাহ নেওয়াজ নিজেকে বিলিয়ে দিয়েছেন এই কম্যুনিটির জন্য। সেই সাথে যে দেশে থাকেন সেই দেশের বা সিটির জন্য।

মানুষের কল্যাণে আত্ম নিয়োগের কারণেই শাহ নেওয়াজের মূলধারার রাজনীতিতে আসা। দীর্ঘদিন ধরেই অন্যের নির্বাচনের জন্য কাজ করছিলেন, এবার নিজের জন্য মাঠে নেমেছেন। তিনি ডেমোক্র্যাটিক পার্টি থেকে ডিস্ট্রিক্ট লিঢার পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি নির্বাচন করছেন ডিস্ট্রিক্ট ২৪-এ থেকে। তার নির্বাচনী এলাকার মধ্যে রয়েছে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা এবং তার আশেপাশের এলাকা। সেই জ্যামাইকাতেই আয়োজন করেছিলেন ইফতার এবং ডিনার পার্টি। 

গত ২৫ এপ্রিল ইফতার ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয় জ্যামাইকার তাজ মহল পার্টি সেন্টারে। শাহ নেওয়াজের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রশিদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কংগ্রেওসম্যান এবং আগামী নির্বাচনে নিউইয়র্কের গভর্নর প্রার্থী টম সুয়াজি, স্থানীয় কাউন্সিলম্যান জিম জিনারোসহ মূলধারার রাজনীতিবিদরা। সেই সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশী কম্যুনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষন ও বিভিন্ন সংগঠনের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ। এই ইফতার এবং ডিনার পার্টিতে ছিলো সৌহার্দ্য সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। কারণ এখানে সকল ধর্ম- বর্ণের মানুষ উপস্থিত ছিলেন এবং একত্রে ইফতার ও ডিনার করেছেন।

টুম সুয়াজি তার বক্তব্যে বলেন, নিউইয়র্কে বাংলাদেশীদের সংখ্যা বাড়ছে, একই সাথে বাংলাদেশের অবস্থার শক্ত হচ্ছে। তিনি বলেন, যে কোস সফলতা পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট ২৪-এ থেকে ডিস্ট্রিক্ট লিডার পদে প্রতিদ্ব›িদ্বতাকারী শাহ নেওয়াজ সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা সবাইকে জানেন আমি নির্বাচন করছি। এই নির্বাচনে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা যারা জ্যামাইকায় থাকেন তারা আমাকে আগামী ২৮ জুন ভোট দেবেন এবং যাদের আত্মীয়- স্বজন রয়েছে জ্যামাইকায় তাদেরও ভোট দেয়ার অনুরোধ করবেন। তিনি বলেন, আমি আপনাদের জন্য কাজ করতে চাই, মূলধারায় বাংলাদেশীদের অবস্থান তুলে ধরনের চাই। সে জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, মূলধারার রাজনীতিবিদ মুর্শেদ আলম, কাজী শাখাওয়াত হোসেন আজম, জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, জেবিবিএ’র সাধারণ সম্পাদক তারেক হাসান খান, আরেক অংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, ওয়াহেদ কাজী এলিন, ফিরোজ আহমেদ, জে মোল্লা সানি, নাসির আলী খান পল, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলাম, কম্যুনিটি এক্টিভিস্ট মইনুজ্জামান চৌধুরী, কম্যুনিটি এক্টিভিস্ট নূরুল হক, শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, লায়ন্স কাবের প্রেসিডেন্ট আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, কম্যুনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, জেবিবিএ’র কর্মকর্তা আকাশ রহমান, রহিম নিশান, মনির হোসেন, কবি ইশতিয়াক রূপু, সাইফুল ইসলাম, সাইফুর খান হারুণ, শাহাদত হোসেন রাজু প্রমুখ।

অনুষ্ঠানে ইফতারের পূর্বে বিশেষ দোয়া করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)