মিসৌরিতে বিপি গ্যাস স্টেশনে বাংলাদেশীকে গুলি করে হত্যা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-07-2023

মিসৌরিতে বিপি গ্যাস স্টেশনে বাংলাদেশীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে আয়াজ আহমদ নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, ১৭ জুলাই সোমবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের সময় পশ্চিম সেন্ট লুইস বিপি গ্যাস স্টেশনে কর্মরত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। তার মাথায় গুলি লাগে। আয়াজের বয়স মাত্র ২২ বছর।

স্থানীয় তদন্তকারী পুলিশ ডিপার্টমেন্ট জানায়, সেন্ট লুইস শহরের ফরেস্ট পার্ক থেকে দূরে হ্যাম্পটন এবং বার্থহোল্ড অ্যাভিনিউয়ের বিপি গ্যাস স্টেশন কাজ করছিলেন আয়াজ আহমেদ। জানা গেছে, দুর্বৃত্তরা গ্যাস স্টেশনের সামনে আয়াজ আহমেদের পার্ক করা লাল রঙের হোন্ডা অ্যাকর্ড গাড়ির গ্লাস ভেঙ্গে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল। এই সময় আয়াজ আহমেদ স্টোরের বাইরে আসতেই দুর্বৃত্তরা তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আয়াজ আহমেদকে হাসপাতালে নেয়ার পূর্বেই মৃত্যু ঘটে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায় ঘটনার সময় তিনজন দুর্বৃত্ত ছিলো। এর মধ্যে যে গুলি করেছেন তার ছবি প্রকাশ করেছে। তার বয়স উল্লেখ করা হয়েছে ১৯ বছর। তার নাম জ্যাতাভিয়ন স্কট।

মাইকেল নামে একজন কাস্টোমার জানান, সে এই এলাকায় গত ৮ বছর ধরে রয়েছে এবং সে আয়াজ আহমেদকে চিনে। সে জানায় আয়াজ আহমেদ খুবই ভাল ছেলে এবং সে হেলপফুল।

উল্লেখ্য, আয়াজ আহমদের দেশের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। তার বাবা মিরসরাই কলেজের সাবেক অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম সামছুদ্দিন আহমদ। প্রায় ৭-৮ বছর আগে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তবে পরিবারের সবাই বর্তমানে বাংলাদেশে বসবাস করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)