নিউইয়র্কে মুগ্ধতা ছড়ালেন সাবিনা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-07-2023

নিউইয়র্কে মুগ্ধতা ছড়ালেন সাবিনা

নিজের জনপ্রিয় সব গানে নিউইয়র্কে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়ালেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। প্রবাসী দর্শকদের অন্যরকম এক সন্ধ্যা উপহার দিলেন তিনি। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ম্যারি লুইস একাডেমিতে গত ১৬ জুলাই রোববার সন্ধ্যায় এই আসর মাতিয়েছেন তিনি। সাবিনার একক সংগীতানুষ্ঠানের আয়োজক ছিল ‘পিজি গ্রুপ’। সাবিনা মঞ্চে আসার আগে ‘পিজি গ্রুপের’ চেয়ারম্যান শুভ্রা দত্ত এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। মঞ্চে উঠে গান শুরুর আগে সাবিনা দেশবরেণ্য প্রয়াত ও জীবিত গীতিকার-সুরকারের নাম উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। গীতিকার-সুরকারদের মধ্যে যারা বর্তমানে অসুস্থ আছেন তাদের আরোগ্য কামনা করেন।

 ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন সাবিনা।  এরপর একে একে গেয়ে শোনান- ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘ও সাথীরে যেও না কখনো দূরে’, শত জনমের স্বপ্ন তুমি আমার’, ‘তোমারই পরশে জীবন আমার’, ‘কী করে বলিগো আমি’, ‘বুকের ভেতরে রাখিবো তোমারে’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘প্রেমে পড়েছে মন’, ‘এই মন তোমাকে দিলাম’সহ দুই ডজন গান। গানের শেষে প্রবাসীদের পক্ষ থেকে এই শিল্পীর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ‘পিজি গ্রুপের’ প্রধান নির্বাহী কর্মকর্তা পার্থ গুপ্ত। এ সময় দর্শকরা দাঁড়িয়ে সাবিনা ইয়াসমীনকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল এবং হাফসা।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)