আন্তোনিও গুতেরেসের কিয়েভে সফরের মধ্যেই রাশিয়ার রকেট হামলা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-04-2022

আন্তোনিও গুতেরেসের কিয়েভে সফরের মধ্যেই রাশিয়ার  রকেট হামলা

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কিয়েভে সফরের মধ্যেই  ওই শহরেই রকেট হামলা করেছে রাশিয়া। সফরে গুতেরেস বলেন,নিরাপত্তা পরিষদ ইউক্রেনের যুদ্ধ প্রতিরোধ করতে বা থামাতে ব্যর্থ হয়েছে। বিষয়টিকে বড় ধরনের হতাশা ও ক্রোধ সঞ্চারক বলে উল্লেখ করেন। 

জাতিসংঘের মহাসচিব বলেন, খুব স্পষ্ট করে বললে (নিরাপত্তা পরিষদ) এ যুদ্ধ ঠেকাতে ও শেষ করতে যা করা দরকার ছিল তা ব্যার্থ হয়েছে। 

বিশ্ব শান্তি ও নিরাপত্বা নিশ্চিত করাই জাতিসংঘের নিরাপত্বা পরিষদের অন্যতম দ্বায়িত্ব। 

কিন্তু গত ২৪ ফ্রেব্রুয়ারী ইউক্রেনে রুশ আক্রমন শুরু হলে নিরাপত্বা পরিষদ তার ব্যার্থতার জন্য ইউক্রেন সহ অনেক দেশেরই সমালোচনার মুখে পড়েছে। 

সফরে জাতিসংঘের মহাসচিব বলেন, আমরা এখানে বলতে এসেছি যে আমরা হাল ছাড়বো না। 

এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের মহাসচিবের কিয়েভ সফরকালে খুব কাছাকাছি এলাকায় রুশ ক্ষেপনাস্ত্র হামলা হলে মহাসচিব ও তার সফরসঙ্গীরা হতবাক হয়ে যান। 

উল্লেখ্য, আন্তোনওি গুতরেসেরে এ সফর ছিল ইউক্রেনের হাজার হাজার বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য সেখানে যাওয়া। তবে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি জাতিসংঘ ও তার মহাসচিবেরও কঠোর সমালোচনা করেছিলেন। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)