সম্প্রীতির বন্ধনে ও আনন্দ উচ্ছ্বাসে বিয়ানীবাজার সমিতির বনভোজন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-07-2023

সম্প্রীতির বন্ধনে ও আনন্দ উচ্ছ্বাসে বিয়ানীবাজার সমিতির বনভোজন

সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে, আনন্দ উচ্ছ্বাসে, কোলাহলমুখর পরিবেশে গত ২৪ জুলাই অনুষ্ঠিত হলো প্রবাসের অন্যতম আঞ্চলিক সামাজিক সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বনভোজন নিউইয়র্ক সিটির নাসাউ কাউন্টির হেমস্টেট পার্কে। সপ্তাহের প্রথম দিন সোমবার কাজের দিন থাকার পরও বিয়ানীবাজার সমিতির পিকনিকে সর্বস্তরের উপস্থিতি পিকনিককে অন্য এক মাত্রায় নিয়ে যায়। সবাই আনন্দে মাতোয়ারা হয়। প্রতি বছর বিয়ানীবাজারবাসী এই দিনের জন্য অপেক্ষায় থাকে। সকাল থেকে লোকজন আসতে থাকে। বনভোজন স্পটে বসার জন্য ছায়াতলের সাথে  

পেভেলিয়ন থাকায় আড্ডা ও মতবিনিময়ের বাড়তি সুবিধা ছিল। বসে বসে বৈরাগীবাজার সমিতির সৌজন্যে আইসক্রিম পেয়ে সবাই আপ্লুত। বিশেষ করে বাচ্চাদের আনন্দ ছিলো সীমাহীন। বনভোজনে বাচ্চাদের খেলার আয়োজন ছিল। বড়দেরও ছিল। সে সাথে মহিলাদের বিনোদনের আয়োজন ছিল। খেলা পরিচালনা করেন স্পোর্টস সেক্রেটারী কিবরীয়া আহমদ শহিদ। রাফেল ড্রতে  ছিল ১৬টি পুরস্কার। বিশেষ পুরস্কার ছিল জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার সৌজন্যে ৫৫ ইঞ্চি  টিভি। রাফেল ড্রতে ছিল- ১ম পুরস্কার আই ফোন ১৪ প্রো, ২য় পুরস্কার নিউইয়র্ক-ঢাকা রিটার্ন টিকেট,  ৩য় পুরস্কার লেপটপ, চতুর্থ পুরস্কার ৬৫ ইঞ্চি টিভি, পঞ্চম পুরস্কার গ্যালাক্সি সেমসাং, ৬ষ্ঠ পুরস্কার এপেল ওয়াচ, ৭ম পুরস্কার ৫৬ ইঞ্চি টিভি, ৮ম পুরস্কার মিক্সচার মেশিন, ৯ম পুরষ্কার  কিচেন ফ্রাইয়ার, ১০ম পুরস্কার নিনজা কিচেন মিক্সচার, ১১তম পুরস্কার এপসন প্রিন্টার, ১২ নম্বর এয়ার কন্ডিশনার, ১৩ নম্বর ইলেকট্রিক স্কুটার, ১৪ নম্বর ভেকুম মেশিন, ১৫ নম্বর ইন্ডিয়ান সিল্ক শাড়ি ও ১৬ নম্বর ক্রমবুক।

পুরস্কার বিতরণের পূর্বে  শুভেচ্ছা বক্তব্য  রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বাংলাদেশ থেকে আগত বিয়ানীবাজার উপজেলার সাবেক আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব  মনিয়া, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, বিয়ানীবাজার সমিতির বর্তমান উপদেষ্টা শামসুল ইসলাম, বুরহান উদ্দীন কপিল, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ, সেবুল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল হক, বিয়ানীবাজার সমিতির সাবেক সহ সভাপতি গৌছ খান, গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার সাবেক উপদেষ্টা নজমুল হক লনী, নজরুল ইসলাম (জকিগঞ্জ)। বিয়ানীবাজার সমিতির বর্তমান সাধারণ  সম্পাদক নাজমুল হক মাহবুবের সুন্দর ও সাবলীল ও সময়ের মানদন্ড বজায়  রেখে অনুষ্ঠান উপস্থাপন করেন। তাকে সাহায্য করেন প্রচার সম্পাদক খলকুর রহমান। পুরস্কার বিতরণী শেষে সমিতির সভাপতি আব্দুল মান্নান উপস্থিত সবাই ও অতিথিকে  ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)