জাতিসংঘ ভবনের সামনে বিএনপির বিক্ষোভ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-07-2023

জাতিসংঘ ভবনের সামনে বিএনপির বিক্ষোভ

শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর উদ্যোগে ও নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) ও স্টেট বিএনপির সমর্থনে গত ২৫ জুলাই দুপুরে জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে  ও সদস্য সচিব ফয়েজ চৌধুরীর পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক ওলিউল্লাহ আতিকুর রহমান, বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মকসুদুল হক চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মমতাজ আলো ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন ও  নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) যুগ্ম আহবায়ক সোরহাব হোসেন।

উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) যুগ্ম আহবায়ক এ জি এম জাহাঙ্গীর হোসাইন, শরিফুল হক খালিশদার, সৈয়দ গৌছুল হোসেন, এআর মাহবুব, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) যুগ্ম আহবায়ক  রহুল আমিন নাসির, আলমগীর মীর্জা, নাসির উদ্দিন, রেজবুল কবির, রিপন মিয়া, জহুরা বেগম, শেখ জহির,  নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক নাসিম হোসেন, দেওয়ান কাওসার ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলী।

বিক্ষোভ সমাবেশে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জাতিসংঘ মহাসচিব বরাবরে দেয়া হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)