শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিন গেটেই ‘শান্তি সমাবেশ’


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 27-07-2023

শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিন গেটেই ‘শান্তি সমাবেশ’

বিএনপি,আওয়ামী লীগ ও ডিএমপি। এ তিনের নাটকীয়তা শেষ হচ্ছেনা। দেশের প্রধান ওই দুই দলের বৃহস্পতিবার আহ্বান করা মহাসমাবেশ পুলিশের জনদুর্ভোগের অজুহাত আমলে নিয়ে পিছিয়ে দেয় দুটি দল ১ দিন করে। সেমতে আগামীকাল শুক্রবার ছুটির দিনে বিএনপি নয়াপল্টস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে করবে বলে বৃহস্পতিবার দিনগত রাতে সাংবাদিক সম্মেলনে ঘোষনা দেয়। আজ বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিন গেটেই শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠন।

কিন্তু আজ সকাল পর্যন্ত আওয়ামী লীগ সহ দলটির দুই অংগ সংগঠন ওই মহাসমাবেশ আগারগাঁও বানিজ্যমেলা যেখানে হতো সেখানে করার সিদ্ধান্ত জানালেও আজ হঠাৎ সেটা বাতিল করে। এবং বায়তুল মোকাররম দক্ষিন গেটেই ‘শান্তি সমাবেশ’ করার ঘোষনা দেয়। এ বিষয়ে পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা কিছু জানা না গেলেও আজ দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখ থেকে জড়ো হওয়া কিছু নেতাকর্মীদের তাড়িয়ে দেয়। যদিও সমাবেশ শুক্রবার।  


এর আগে আজ বৃহস্পতিবার আহ্বান করা এ সমাবেশ করতে চেয়েছিল বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান বা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আর আওয়ামী লীগ চেয়েছিল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।
বিএনপির শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে মহাসমাবেশ করার সিদ্ধান্ত আসার পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটি ব্যবহার উপযোগী করার জন্য এক দিন সময় প্রয়োজন। এজন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।


এরপর আজ সকালে আবারও মাঠটি পরিদর্শনে যান আওয়ামী লীগ নেতারা। পরিদর্শন শেষে আফজালুর রহমান বলেন, আমরা এসে দেখলাম যে মাঠ প্রস্তুত হতে আরও দুই-এক দিন সময় লাগবে। আমাদের কালকে (শুক্রবার) সমাবেশটি করতে হবে। আমরা চিন্তা করেছি যে আমাদের যেহেতু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পারমিশন দেওয়া হয়েছে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করব।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)