সাংবাদিকদের সম্মানে মুনার ইফতার মাহফিল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-04-2022

সাংবাদিকদের সম্মানে মুনার ইফতার মাহফিল

মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা (মুনা) একটি ব্যতিক্রমী সংগঠন। দ্বীন প্রচার এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কাজ করে যাচ্ছেন। নিউইয়র্ক থেকে প্রচারিত এবং প্রকাশিত বিভিন্ন মিডয়ার সাংবাদিকদের সম্মানে মুনার পক্ষ থেকে আয়োজন করা হয় ইফতার মাহফিল। ইফতার মাহফিলটি গত ২১ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। মুনার মিডিয়া বিভাগের সদস্য মওলানা রশীদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মী এবং কমিউনিটির বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুসলিম উম্মার সেন্টাল কমিটির সাবেক প্রেসিডেন্ট আবু আহমেদ নূরুজ্জামান, মুনার সাবেক প্রেসিডেন্ট মওলানা দেলোয়ার হোসেন, এখনই সময় পত্রিকার সম্পাদক কাজী শামসুল হক, সপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সপ্তাহিক জন্মভ‚মি পত্রিকার সম্পাদক রতন তালুকদার, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসকাবের সাধারণ সম্পাদক ও আজকাল পত্রিকার প্রতিনিধি মনোয়ারুল ইসলাম, সপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সপ্তাহিক নবযুগ সম্পাদক সাহাব উদ্দিন সাগর, বাংলা পত্রিকা ও টাইম টিভির প্রতিনিধি এবিএম সালাউদ্দিন, প্রথম আলো উত্তর আমেরিকার প্রতিনিধি মঞ্জুরুল হক, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শহীদ উল্লাহ কাইছার, সাপ্তাহিক বাংলাদেশের প্রতিনিধি মোমিন মজুমদার। ইফতার মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মুনা নিউইয়র্ক সাউথ জোনের সভাপতি সাফায়াত হোসেন এবং সমাপনী বক্তব্য রাখেন মুনা নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি আব্দুল্লাহ আরিফ।

অনুষ্ঠানে মওলানা দেলোয়ার হোসেন তার বক্তব্যে মুনার বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বলেন, মুনার করোনাকালীন সময় সহযোগিতার কথা, গত রমজানে ইফতার বিতরণের কথা, এখনো নিউইয়র্কের প্রায় ৯টি স্থানে মুনার ফ্রি খাবার বিতরণের কথা। এ ছাড়া অনলাইনে বৃদ্ধ ও শিশু কিশোরদের কোরআন শিক্ষার কথা।

আবু আহমেদ নূরুজ্জামান বলেন, সুষ্ঠু এবং সত্য সংবাদ প্রকাশ করাও একধরনের ইবাদত। কারণ সাংবাদিকরা দেশ এবং সমাজের স্বার্থে কাজ করে থাকেন। তিনি সংবাদকর্মীদের সত্য এবং সুন্দরের পক্ষে কাজ করার আহ্বান জানান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)