হাজীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-04-2022

হাজীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন হাজীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কবি আবুল বাসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন মজুমদার ও রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপাসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডা. মঈনুল ইসলাম মিয়া, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা ও জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হারুণ ভুইয়া, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার মোস্তফা হোসেন মুকুল, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক সভাপতি ফারুক হোসেন মজুমদার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, মোহাম্মদ শহীদ, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি মামুন মিয়াজী, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নূরে আলম মনির, উপদেষ্টা তপন জামান, প্রফেসর শাহাদাত হোসেন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ টিটো, আক্তার হামিদ, এটর্নী আহসান হাবিব, সাইফুল ইসলাম লিটন, গোলাম এ রকি, সোহেল গাজী, স্বীকৃতি বড়–য়া, আব্দুর রহিম ভুইয়া, মোহাম্মদ মুসা, এ বি সিদ্দিক, বাবলু, বিলাল, মওলানা আব্দুর রহমান, শাফায়েত হোসেন প্রমুখ। ইফতার মাহফিলে হাজীগঞ্জ ছাড়াও কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়া হাজীগঞ্জের লোকজন পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ সৌহার্দ্য সম্প্রীতির নিদর্শন স্থাপন করেন।

ডা. মঈনুল ইসলাম মিয়া তার বক্তব্যে বলেন, হাজীগঞ্জ চাঁদপুরের মধ্যে একটি ঐতিহ্যবাহী এলাকায়। এই এলাকায় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। আপনারা এই সংগঠন আগামীতে আরো ভালো ভালো অনুষ্ঠান করবে এবং দেশের উন্নয়নে কাজ করবে এই প্রত্যাশাই করি। অন্যান্য বক্তারা হাজীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন মওলানা আব্দুর রহমান। ইফতার মাহফিলের সার্বিক দায়িত্বে ছিলেন লুত্ফুর রহমান চুন্নু।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)