‘নতুন বোতলে পুরোনো মদ’


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 09-08-2023

‘নতুন বোতলে পুরোনো মদ’

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ মঙ্গলবার (৮ আগস্ট) ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি এ্যাক্ট ২০২৩ প্রণয়নকে জনগণের সাথে চরম প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কোন ধারাই বাতিল করা হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের সকল ধারাই সাইবার সিকিউরিটি অ্যাক্টে তো থাকছেই উপরন্তু প্রস্তাবিত নতুন আইনে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। যা বিভিন্ন  শ্রেণিপেশার মানুষদের হয়রানি এবং বিরোধী মত দমনে, মুক্ত চিন্তা ও মত প্রকাশকে বাধাগ্রস্ত করবে।

বিবৃতিতে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর নাম বদল করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, এই আইন বর্তমান আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনকে দীর্ঘায়িত করার নীল নকশা এবং এটা ‘নতুন বোতলে পুরোনো মদ’ চালানোর হীন প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, দেশবাসী নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কার নয় পুরো বাতিল চায়। তাই টালবাহানা না করে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিলের জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সাথে গণবিরোধী সরকারের চক্রান্ত ষড়যন্ত্র মোকাবিলা করে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল নিবর্তনমূলক কালাকানুন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য শুভবুদ্ধিসম্পন্ন সকলের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)