দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 14-08-2023

দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল

বিখ্যাত মোফাচ্ছেরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। পিরোজপুর -১ আসনের সাবেক এ সংসদ সদস্য কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পরলে গত রোববার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শারীরিক জটিলতা বিবেচনা করে সাঈদীকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে। আজ (সোমবার) রাজ ৮টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন বলে তার চিকিৎসকগন নিশ্চিত করেন। একই সঙ্গে তার ছেলে মাসুদ সাঈদীও এ তথ্য জানিয়েছেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন এ জামায়াত নেতা।  


২০১০ সালের ২রা জুন রাজধানীর শহীদবাগের নিজ বাসা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় গ্রেপ্তার হন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। এরপর তাকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিলে তার আমৃত্যু কারাদণ্ড হয়।  

সে থেকেই তিনি কারাভোগ করে আসছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)