৭৯-এ পা রাখলেন খালেদা জিয়া


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 16-08-2023

৭৯-এ পা রাখলেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৭৯ বছর বয়সে পা রাখলেন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তার জন্ম। জাতীয় শোক দিবসের দিন খালেদা জিয়ার জন্মদিন পালনে এই জন্মতারিখ নিয়ে সৃষ্টি হয় নানা বির্তক। যদিও বিএনপি এ দিনটি এখন আর পালন করে না। শোক দিবস এড়িয়ে পরের দিন ১৬ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের আনুষ্ঠানিকতা করেন দলের নেতাকর্মীরা। এদিন কেক কাটা থেকে শুরু করে দোয়া ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয় দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে। 

বর্তমানে খালেদা জিয়া রাজধানী ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে নীবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ১৬ আগষ্ট বুধবার সকাল ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল করবে বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় এই মিলাদ মাহফিল হবে। সারা দেশে জেলা-উপজেলায় তার দ্রুত আরোগ্য কামনায় এই মিলাদ হবে।

১৫ আগস্ট বিএনপির কোনো কর্মসূচি ছিলো। ২০১৬ সালে থেকে দলটি শোকদিবসের দিন কোনো কর্মসূচি না দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছে। আগে দিবসটিকে কেক কাটা হতো। 

জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিকালে শাহজাহানপুরে সংগঠনটির সভানেত্রী আফরোজা আব্বাসের বাসায় মিলাদ করে। এই মিলাদে নেত্রীর আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নেতা-কর্মীরা।

১৯৮১ সালের ৩০ মে স্বামী রাষ্ট্রপতি জিয়া নিহত হওয়ার পর রাজনীতির অঙ্গনে পা রাখেন গৃহবধূ খালেদা। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। খালেদা জিয়ার তিন দফা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি সংসদে  বিরোধী দলের নেত্রীও ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)