সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 30-04-2022

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ইন্তেকাল

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওইন্না ইলাইহে রাজেউন)। ৮৮ বছর বয়সী এ সাবেক মন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতাল (গুলশান) এ নেয়া হয়। শুক্রবার দিবাগত রাত ১২.৫৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পারিবারিকসুত্রে জানানো হয়েছে, আজ সকাল দশটায় গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজ-ই জানাজা অনুষ্টিত হবে। এরপর বেলা ১১ টায় জাতীয় সংসদ প্লাজায় দ্বিতীয় নামাজে জানা অনুষ্টিত হবে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগনের শ্রদ্ধা জানানোর জন্য সেখানে নেয়া হবে। এরপর দাফনের জন্য নেয়া হবে সিলেটে। 

১৯৩৪ সনের ২৫ জানুয়ারী তার জন্ম। ভাইবোনের মধ্যে তার অবস্থান ছিল তৃতীয়। তার ছোটভাই ড.এ কে এ মোমেন বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী। 

উল্লেখ্য,এ এম এ মুহিত দীর্ঘদিন অসুস্থ ছিলেন। 

এদিকে সাবেক এ অর্থমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী গভীর শোক জানিয়েছেন। পৃথক শোকবার্তায় মরহুমের আত্বার মাহফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)