শ্রীধরা জনকল্যাণ সমিতির বার্ষিক বনভোজন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 16-08-2023

শ্রীধরা জনকল্যাণ সমিতির বার্ষিক বনভোজন

উৎসবমুখর পরিবেশে শ্রীধরা জনকল্যাণ সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন গত ১৩ জুলাই ওজনপার্কের অদূরে বনরাজিবেষ্টিত ছায়া সুনিবিড় পাখির কোলাহলে মুখরিত ফরেস্ট পার্কে অনুষ্ঠিত হয়। বনভোজনে শিশু থেকে বয়স্কদের উপস্থিতিতে বনভোজনস্থল হয়ে ওঠে একখণ্ড শ্রীধরা গ্রামের চিত্র। বনভোজনে বাচ্চারা মুক্ত বিহঙ্গের মতো এদিক-ওদিক ছুটতে থাকে। প্রাণ খুলে হাসে, মা-বাবার কাছে বাচ্চাদের আবদার ছিল বনভোজনের আলাদা পরিবেশ। বয়স্কদের একে অন্যের সঙ্গে দীর্ঘদিনের পর সাক্ষাৎ, খোশগল্প, মতবিনিময় বনভোজন দিয়েছিল অপূর্ব সুন্দর সুযোগ। আয়োজকদের আত্মীয়তা বনভোজনকে অন্যমাত্রায় নিয়ে যায়। আগত অতিথিদের খোঁজখবর, আদর-আপ্যায়নে আয়োজকরা প্রশংসার দাবিদার। বনভোজনে সংগঠনের সভাপতি আলী হাছানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আতিকুর রহমানের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, মকবুল রহিম চুনই, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাছিব মনিয়া, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ময়নুল ইসলাম, গোলাপশাহ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল হোসেন, আব্দুল কুদ্দুস টিটো, রফিক উদ্দীন তোতা প্রমুখ।

বনভোজনে র‌্যাফেল ড্রতে পুরস্কারের মধ্যে ছিল-প্রথম পুরস্কার স্বর্ণালংকার, ২য় পুরস্কার অ্যাপেল ওয়াচ, ৩য় পুরস্কার ৪০ ইঞ্চি টিভি, ৪র্থ পুরস্কার ক্রোম বুক, ৫ম পুরস্কার ডিনার সেট, ৬ষ্ঠ পুরস্কার মাইক্রো ওভেন, ৭ম পুরস্কার টাওয়ার পাখা, ৮ম পুরস্কার ক্রোকারিজ সেট, ৯ম পুরস্কার এয়ার ফ্রাইয়ার, ১০ম পুরস্কার ১০০ ডলার গিফট চেক, ১১ নম্বর পুরস্কার ব্লেন্ডার।

বনভোজন পরিচালনার আহ্বায়ক আব্দুল হান্নান দুখু, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ এবাদুর রহমান, প্রধান সমন্বয়ক মোর্শেদ আলম বাবর, ক্রীড়া পরিচালনা করেন মিছবাহ উদ্দীন, জুবায়ের আহমদ, আকরাম হোসেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)