বাংলাদেশে মঙ্গলবার ঈদ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 02-05-2022

বাংলাদেশে মঙ্গলবার ঈদ

বাংলাদেশে আগামীকাল মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে। সোমবার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় ঈদ অনুষ্টিত হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি এটা নিশ্চিত করেছে। তবে এবার ৩০ রোজা শেষ হয়েছে বাংলাদেশে। এতে করে এমনিতেই কর্নফার্ম ছিল মঙ্গলবার হচ্ছে ঈদ। ফলে গতকাল রোজার ত্রিশতম দিনের ইফতার শেষেই বিভিন্ন টিভি চ্যানেল,রেডিওতে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ...’ চীরাচরিত এ গান দিয়ে সর্বস্তরের খুশীর আমেজ ছড়িয়ে দেয়ার গান পরিবেশন হতে থাকে। 

এদিকে সোমবার বিশ্বের বিভিন্নস্থানে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। মুলত শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের সময় কর্নফার্ম হয়। তবে বিশ্বের বেশ কিছু দেশে চাদ দেখা যাওয়ায় এদিন ঈদ উদযাপিত হয়। তবে কিছু দেশে চাদ দেখা কমিটি বা সে দেশের সরকার স্বীকৃত চাদ দেখা কমিটি না থাকায় তারা সৌদী আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছে। ইসলামী  স্কলাররা ওভাবেই তাদের নিয়ম করে দিয়েছেন। 

বাংলাদেশে ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বানীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ইদগাহ ময়দানে। সকাল সাড়ে আটটায়। করোনার কারনে গত দুইবছর পর এবার আবার অনুষ্টিত হতে যাচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত। 

এদিকে বিশ্বের অণ্যান্য স্থানের মত যুক্তরাষ্ট্রের বিভিন্ন মুসলমান অধ্যুষিত এলাকায় ঈদের জামাত অনুষ্টিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। এ সময় যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্তরের মুসলমানরা নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

এছাড়াও অষ্ট্রেলিয়া, ইটালী,ফ্রান্স সহ বিভিন্ন দেশে অবস্থানরত মুসলমানরা ঈদের জামাতে অংশ নেয় বলে খবর পাওয়া গেছে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)