জিটিসিএল কারিগরি দল আরো একটি চ্যালেঞ্জ জয়ী হলো


সালেক সুফী , আপডেট করা হয়েছে : 04-05-2022

জিটিসিএল কারিগরি দল আরো একটি চ্যালেঞ্জ জয়ী হলো

ঈদ আনন্দ বিসর্জন দিয়ে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড ( জিটিসিএল ) কোম্পানির কুশলী কারিগরি দল প্রকৌশলী আইনুল কবিরের নেতৃত্বে ধনুয়া -সাভার উচ্চ চাপ গ্যাস পাইপলাইন জরুরি রক্ষনা বেক্ষন কাজ সুচারু ভাবে রেকর্ড সময়ে সম্পাদন করেছে।  

এখন পাইপলাইন পুনরায় কমিশনিং করা পর্যায়ে আছে। ফলশ্রুতিতে পাইপলাইন আওতাধীন এলাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতি খুব একটা বিঘ্ন ঘটবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে জিটিসিএলের একটি দল ভূঞাপুর -যমুনা সেতুর পূর্বপাড় পর্যন্ত পাইপলাইনের অংশবিশেষ প্রতিস্থাপনের কাজ করছে। 

জিটিসিএল সারাদেশ ব্যাপী বিস্তৃত বাংলাদেশ জাতীয় গ্যাস গ্রিড পরিচালনা, রক্ষনাবেক্ষন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর সম্প্রসারণের দায়িত্বে নিয়োজিত। ১৯৯৪ জন্ম লগ্ন থেকে এযাবৎ প্রতিটি দায়িত্ব অত্যন্ত সুচারু ভাবে সম্পাদন করেছে জিটিসিএল। ফলশ্রুতিতে এখন জাতীয় গ্যাস গ্রিড মহেশখালী থেকে বগুড়া এবং বিয়ানীবাজার থেকে খুলনা পর্যন্ত বিস্তৃত। 

অচিরেই চালু হবার অপেক্ষায় পদ্মা বহুমুখী  সেতু বরাবর নির্মিত গ্যাস পাইপলাইন চালু হবে। গ্যাস উৎস ( গ্যাস ক্ষেত্র ,এলএনজি টার্মিনাল ) থেকে উচ্চ চাপে নিরাপদে গ্যাস বিতরণ এলাকায় পৌঁছে দেয়ার গুরু দায়িত্ব জিটিসিএলের উপর অর্পিত। গ্যাস সরবরাহ চেনের গুরুদায়িত্ব প্লান করে জিটিসিলের দক্ষতার উপর গ্যাস সরবরাহ নিচয়তা বিশেষ ভাবে নির্ভরশীল।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)