শুক্রবার ঢাকায় ‘কালো পতাকা গণমিছিল’ করবে বিএনপি ও সমমনাজোট


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 24-08-2023

শুক্রবার ঢাকায় ‘কালো পতাকা গণমিছিল’ করবে বিএনপি  ও সমমনাজোট

সরকার পদত্যাগের এক দফা দাবিতে যুগপত আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার ঢাকায় ‘কালো পতাকা গণমিছিল’ করবে বিএনপিসহ সমমনাজোটগুলো। 


এছাড়া পরদিন ২৬ আগস্ট সকল মহানগরে এই কালো পতাকা গণমিছিল হবে।


ঢাকায় বিএনপি মহানগরের উদ্যোগে কালো পতাকার গণমিছিল হবে দুইটি। একটি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মপুর বাস বাসস্ট্যান্ড এবং অন্যটি মহানগর দক্ষিনের উদ্যোগে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে দয়া্গঞ্জ পর্যন্ত।  


গণতন্ত্র মঞ্চ শাহবাগ, ১২ দলীয় জোট বিজয় নগর, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন, গণফোরাম ও পিপলস পার্টি আরামবাম, এলডিপির পূর্ব পান্থপথ, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ(রেজা কিবরিয়া), সাধারণ ছাত্র অধিকার পরিষদ জাতীয় প্রেসক্লাব, গণঅধিকার পরিষদ(নূর) ফকিরাপুল কালভার্ট রোড, এনডিএম মালিবাগ, গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিড়া, এবি পার্টি বিজয় নগর শ্রমভবনের সামনে, জনতার অধিকার পার্টি বিজয়নগর পানি ট্যাংকের কাছ থেকে কালো পতাকা মিছিল বের করবে।


গত ১২ জুলাই এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এই পর্যন্ত ঢাকায় মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি, ঢাকায় গণমিছিল, মহানগরে গণমিছিলের কর্মসূচি করে।


সর্বশেষ গত শুক্রবার ঢাকাসহ সারাদেশের মহানগরে গণমিছিল করে বিএনপিসহ সমমনা জোটগুলো।




প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)