এনওয়াই পিডির সাজেন্ট হলেন শেখ মইন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 30-08-2023

এনওয়াই পিডির সাজেন্ট হলেন শেখ মইন

নিউইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এগিয়ে যাচ্ছেন। কাজের স্বীকৃতি হিসেবে পাচ্ছেন পদোন্নতি। গত ২৫ আগস্ট কুইন্সের কলেজ পয়েন্ট পুলিশ একাডেমি মিলনায়তনের পুলিশ বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাদের এক প্রমোশন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এনওয়াপিডির পুলিশ কমিশনার এডওয়ার্ড এ কাবান নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এর মধ্যে সার্জেন, লুটেন্ট, ডেপুটি কমিশনারে পদোন্নতিপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। নতুন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এনওয়াপিডিতে কর্মরত চার জন বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন। নিউইয়র্কের বাংলাদেশি পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) নতুন পদোন্নতিপ্রাপ্ত সবাইকে উষ্ণ অভিনন্দন জানান। চার জন সার্জেন্ট হলেন শেখ মইন, তামিম চৌধুরী, মোহাম্মদ রহমান এবং নরেশ পাল।

উল্লেখ্য, শেখ মইন বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, ব্রঙ্কস কাউন্টি কমিউনিটি বোর্ড-১-এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাহজাহান শেখ, মরিয়ম খানমের কনিষ্ঠ ছেলে। শাহজাহান শেখ তার ছেলের জন্য সব প্রবাসী বাংলাদেশির কাছে দোয়া চেয়েছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)