ব্যাক টু স্কুল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 30-08-2023

ব্যাক টু স্কুল

সামার ভ্যাকেশন শেষে আবারও শুরু হচ্ছে স্কুল। আগামী ৭ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে নিউইয়র্ক সিটির স্কুলগুলো চালু হচ্ছে। দীর্ঘ বন্ধ থেকে সবাই প্রস্তুতি নিচ্ছেন স্কুলে যাওয়ার। এই বন্ধের মধ্যে অনেকেই বাংলাদেশে বা অন্যান্য স্টেটে বেড়াতে গিয়েছেন। এখন নিজবাড়িতে ফেরার পালা। যারা বাংলাদেশে গিয়েছিলেন তারা ফিরে আসছেন। বাবা-মায়েরা স্কুলের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করছেন।

অন্যদিকে ব্যাক টু স্কুলকে কেন্দ্র করে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এবং মূলধারার রাজনীতিবিদরা বিনামূল্যে বিভিন্ন এলাকায় স্কুলসামগ্রী বিতরণ করছেন। বাংলাদেশি মজুমদার ফাউন্ডেশন, অ্যাসেম্বলিম্যান জেসিকা গঞ্জালেস, কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, স্টেট সিনেটর গ্যানিয়ারিস এবং স্টেফানি কাভান আগামী ৩০ আগস্ট স্কুল ব্যাগ বিতরণ করবেন বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ৯৩ স্ট্রিট ও ৩৪ অ্যাভিনিউতে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)