ব্রিটিশ এমপি সাসপেন্ড


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-05-2022

ব্রিটিশ এমপি সাসপেন্ড

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি তাদের এক এমপিকে পার্লামেন্টে বসে ফোনে পর্নোগ্রাফি দেখার অভিযোগে সাসপেন্ড করেছে। স্থানীয় সময় গত ২৮ এপ্রিল হাউস অব কমন্সের ওই সদস্যের হুইপ পদ সাসপেন্ড করা হয়। 

অভিযুক্তের নাম নিল প্যারিস (৬৫)। তিনি টিভারটন ও হোনিটনের সংসদ সদস্য। গত সপ্তাহে জিজ্ঞাসাবাদের পর তার নাম প্রকাশ্যে আসে। পার্লামেন্টের একটি বৈঠকে নারী সংসদ সদস্যরা নিজেদের যৌনতা ও হয়রানিবিষয়ক অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় প্রথম এই অভিযোগ তোলেন।

এক নারী মন্ত্রী অভিযোগ করেন, প্যারিসের পেছনে বসার সময় তিনি তাকে পর্নোগ্রাফি দেখতে দেখেছিলেন।

গত সপ্তাহে এ ঘটনা ঘটে।চিফ হুইপ ক্রিস হিটন-হ্যারিসের একজন মুখপাত্র বলেন, ‘প্যারিস বিষয়টি হাউস অব কমন্সের স্ট্যান্ডার্স কমিটিকে জানিয়েছেন। ঘটনা তদন্তের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত তার হুইপের পদ স্থগিত থাকবে।’



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)