সিরাজুল আলম খান স্মৃতি রক্ষা পরিষদ উত্তর আমেরিকা গঠিত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 30-08-2023

সিরাজুল আলম খান স্মৃতি রক্ষা পরিষদ উত্তর আমেরিকা গঠিত

বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনের রূপকার ও নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের স্মৃতি রক্ষা ও সংগ্রামী জীবনকে তুলে ধরার সংকল্পে গত ২৭ আগস্ট সিরাজুল আলম খানের অনুসারীরা নিউইয়র্কের জ্যামাইকার ঢাকা সুইটস রেস্টুরেন্টে সন্ধ্যায় এক আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় সর্বসম্মতিতে সিরাজুল আলম খান স্মৃতি রক্ষা পরিষদ উত্তর আমেরিকা নামকরণ করে যুক্তরাষ্ট্রে আগ্রহী সবাইকে নিয়ে বড় পরিসরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ছয় মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় অনেকে তাদের মতামত তুলে ধরেন এবং উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানের শেষের দিকে ডাকসুর সাবেক জিএস ডা. মোস্তাক আহমেদ অনুষ্ঠানে আসেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং স্মৃতি রক্ষার উদ্যোগকে সাধুবাদ জানান।

সিরাজুল আলম খান স্মৃতি রক্ষা পরিষদ উত্তর আমেরিকার আহ্বায়ক কমিটি নিম্নরূপ- আহ্বায়ক ড. মহসিন পাটোয়ারি, যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মজিবুল হক, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান, সদস্য সচিব শাহাবউদ্দিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, অ্যাডভোকেট মজিবুর রহমান, মো. জামান তপন, মোশারফ খান, এ ওয়াই এম জাকারিয়া চৌধুরী, সুবাষ মজুমদার, সরোয়ার  হোসেন, সৈয়দ জুয়েল, মুজাহিদ আনসারী ও আবু তাহের।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)